Bangla

ভারত

২০১৯ সালে মুক্তি পায় ভারত। ১০০ কোটি বাজেটের এই ছবি আয় করেছিন ৩২৫.৫৮ কোটি।   

Bangla

এক থা টাইগার

সলমন ও ক্যাটরিনা জুটির হিট ছবি এক থা টাইগার। ২০১২ সালে মুক্তি পায় ছবিটি। এই ছবির সাফল্যের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 

Image credits: instagram
Bangla

টাইগার জিন্দা হ্যায়

২০১৭ সালে মুক্তি পায় টাইগার জিন্দা হ্যায়। টাইগার সিরিজের দ্বিতীয় ছবি এটি। ১২০ কোটি বাজেটের এই ছবি আয় করেছিল ৫৬৫ কোটি। 

Image credits: instagram
Bangla

টাইগার ৩

দিওয়ালি-তে আসছে টাইগার ৩। এই ছবিতে ফের দেখা যাবে সলমন খান ও ক্যাটরিনাকে। ইতিমধ্যেই সাড়া ফেলেছে ছবিটি। 

Image credits: instagram
Bangla

ম্যায়নে পেয়ার কিউ কিয়া

২০০৫ সালে মুক্তি পায় ম্যায়নে পেয়ার কিউ কিয়া। ছবিতে সলমন খান, ক্যাটরিনা ছাড়াও ছিলেন সুস্মিতা সেন। সে সময় ব্যাপক হিট করেছিল ছবিটি। ১৫ কোটি বাজেটের এই ছবি আয় করেছিল ৪৭ কোটি।

Image credits: instagram
Bangla

পার্টনার

২০০৭ সালে মুক্তি পায় পার্টনার। ২৮ কোটি বাজেটের এই ছবি আয় করেছিল ১৪৫ কোটি। 

Image credits: instagram
Bangla

হ্যালো

হ্যালো ছবিতেও স্ক্রিন শেয়ার করেন সলমন খান ও ক্যাটরিনা কইফ। ২০০৮ সালে মুক্তি পায় ছবিটি। 

Image credits: instagram

এই সাত সুন্দরী নায়িকার অভিনয় সব সময় হতাশ করেছে দর্শকদের, রইল তালিকা

সলমন থেকে ভিকি- নিজের থেকে বয়সে বড় মহিলাকে ডেট করতেন এরা

দবাং থেকে সুলতান- সলমন অভিনীত এই ১০ ছবি সর্বাধিক আয় করেছিল বক্স অফিসে

৪৩-এও ছড়াচ্ছেন উষ্ণতা, লাল পোশাকে ভাইরাল শ্বেতার হট লুক