Bangla

কোটি টাকার ন্যানি

শাহরুখ খান থেকে শুরু করে করিনা কাপুরদের ন্যানিদের খচর জানুন। স্টার কিডদের দেখভালের জন্য তাদের বাবা ও মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। রইল সেবেলের তালিকা।

Bangla

ন্যানিদের বেতন

স্টাররা তাদের কিডদের সুন্দরভাবে দেখভালের জন্য প্রচুর প্রচুর টাকা খরচ করে থাকেন। তবে তার জন্য তাদের বেশি কিছু শর্তও মানতে হয়। প্রয়োজনে বিদেশ সফরও করতে হবে।

Image credits: instagram
Bangla

করিনা কাপুর

করিনা কাপুর ও সইফ আলি খান তাদের সন্তানদের দেখভালের জন্য আয়া বা ন্যানির জন্য খরচ করেন মাসে তিন লক্ষ টাকা।

Image credits: instagram
Bangla

আমির খান

আমির খান তাঁর সন্তানের দেখভালের জন্য বছরে ২ কোটি টাকা ন্যানিকে দেন।

Image credits: instagram
Bangla

করণ জোহর

করণ জোহর তাঁর সন্তানদের দেখভালের জন্য ন্যানির পিছনে খরচ করেন মাসে ৩-৪ লক্ষ টাকা।

Image credits: instagram
Bangla

সানি লিওন

সানি লিওন তাঁর সন্তানদের পরিচর্যার জন্য ন্যানিকে দেয় মাসে ২ লক্ষ টাকা।

Image credits: instagram
Bangla

শহিদ কাপুর

শহিদ কাপুর তার সন্তানের যত্নের জন্য আর দেখাশোনার জন্য ন্যানিকে দেন মাসে ৮০ হাজার টাকা।

Image credits: instagram
Bangla

নেহা ধুপিয়া

নেহা ধুপিয়ার সন্তানদের দেখাশোনার জন্য মাসে খরচ হয় ৬০ হাজার টাকা।

Image credits: instagram
Bangla

শাহরুখ খানের খরচ

শাহরুখ ও গৌরি খান তাদের ছোট ছেলে আব্রামের দেখাশোনার জন্য মাসে ৫ লক্ষ টাকা দেন ন্যানিকে।

Image credits: instagram

ইতিহাস গড়ল 'জওয়ান', দেখে নিন বিশ্ববাজারে মোট কত আয় করলেন বাদশা

২০২৪ সালে মুক্তি পাবে অক্ষয় অভিনীত এই ছয়টি ছবি, দেখে নিন কী কী

অঙ্কিতা থেকে আরমান- এই সকল তারকা আসতে চলেছেন Bigg Boss 17-এ ঘরে

কপিল শর্মা থেকে সলমন- জেনে নিন জনপ্রিয় রিয়্যালিটি শো সঞ্চালকদের আয় কত