শাহরুখ খান থেকে শুরু করে করিনা কাপুরদের ন্যানিদের খচর জানুন। স্টার কিডদের দেখভালের জন্য তাদের বাবা ও মায়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করেন। রইল সেবেলের তালিকা।
Bollywood Oct 07 2023
Author: Saborni Mitra Image Credits:social media
Bangla
ন্যানিদের বেতন
স্টাররা তাদের কিডদের সুন্দরভাবে দেখভালের জন্য প্রচুর প্রচুর টাকা খরচ করে থাকেন। তবে তার জন্য তাদের বেশি কিছু শর্তও মানতে হয়। প্রয়োজনে বিদেশ সফরও করতে হবে।
Image credits: instagram
Bangla
করিনা কাপুর
করিনা কাপুর ও সইফ আলি খান তাদের সন্তানদের দেখভালের জন্য আয়া বা ন্যানির জন্য খরচ করেন মাসে তিন লক্ষ টাকা।
Image credits: instagram
Bangla
আমির খান
আমির খান তাঁর সন্তানের দেখভালের জন্য বছরে ২ কোটি টাকা ন্যানিকে দেন।
Image credits: instagram
Bangla
করণ জোহর
করণ জোহর তাঁর সন্তানদের দেখভালের জন্য ন্যানির পিছনে খরচ করেন মাসে ৩-৪ লক্ষ টাকা।
Image credits: instagram
Bangla
সানি লিওন
সানি লিওন তাঁর সন্তানদের পরিচর্যার জন্য ন্যানিকে দেয় মাসে ২ লক্ষ টাকা।
Image credits: instagram
Bangla
শহিদ কাপুর
শহিদ কাপুর তার সন্তানের যত্নের জন্য আর দেখাশোনার জন্য ন্যানিকে দেন মাসে ৮০ হাজার টাকা।
Image credits: instagram
Bangla
নেহা ধুপিয়া
নেহা ধুপিয়ার সন্তানদের দেখাশোনার জন্য মাসে খরচ হয় ৬০ হাজার টাকা।
Image credits: instagram
Bangla
শাহরুখ খানের খরচ
শাহরুখ ও গৌরি খান তাদের ছোট ছেলে আব্রামের দেখাশোনার জন্য মাসে ৫ লক্ষ টাকা দেন ন্যানিকে।