ঐশ্বর্য রাই বচ্চন মানেই তাঁর নীল চোখ ও আকর্ষণীয় হাসি। ঐশ্বর্যের রূপের প্রশংসা হয় সারা বিশ্ব জুড়ে। এবার এই রূপের জন্য শুনতে হল কটাক্ষ।
সদ্য তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে একটি ইভেন্টে গিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেখানের কিছু ছবি শেয়ার করেন।
কালো রঙের পোশাকে ইভেন্টে হাজির হয়েছিলে ঐশ্বর্য। তারপর সেখানের কিছু ছবি শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
ডিপ নেকলাইনের লম্বা কালো গাউনে দেখা গিয়েছিল নায়িকাকে। এই ছবি পোস্ট করার পর শুরু হয়েছে সমালোচনা।
অধিকাংশই দাবি করেছেন ফোটোশপে ছবি এডিট করে পোস্ট করেছেন নায়িকা। নিজেকে রোগা দেখানোর জন্য ছবি এডিট করেছেন ঐশ্বর্য।
একজন কমেন্টে লেখেন, ছবি অনেক বেশি ফোটোশপড। আপনি যেমন তেমনভাবেই নিজেকে গ্রহণ করুন।
একজন লেখেন, ...এমনিতে আপনি সুন্দরী। প্রযুক্তির সাহায্য নেওয়ার দরকার নেই।
আবার কেউ বলেন, বয়স হলে ওজন বাড়বেই। নিজের চেহারা নিয়ে কমপ্লেক্সে না ভুগতে।
এদিকে কদিন আগে প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাঁর বাড়তি ওজন নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয়।
লরিয়াল প্যারিসের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত হন। সেই মঞ্চে কটাক্ষের শিকার হয় নায়িকা।
লক্ষ টাকার আয়া! শাহরুখ খান -করিনা কাপুরের সন্তানের ন্যানির খরচ জানুন
ইতিহাস গড়ল 'জওয়ান', দেখে নিন বিশ্ববাজারে মোট কত আয় করলেন বাদশা
২০২৪ সালে মুক্তি পাবে অক্ষয় অভিনীত এই ছয়টি ছবি, দেখে নিন কী কী
অঙ্কিতা থেকে আরমান- এই সকল তারকা আসতে চলেছেন Bigg Boss 17-এ ঘরে