উর্বশী রাউতেলা আছেন এই তালিকায়। একাধিক বলিউড ছবিতে কাজ করেছেন নায়িকা। তবে, তাঁর অভিনয় দক্ষতা কখনও প্রশংসিত হয়নি।
Bollywood Oct 14 2023
Author: Sayanita Chakraborty Image Credits:our own
Bangla
ক্যাটরিনা কইফ
সলমন থেকে শাহরুখের মতো স্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ক্যাটরিনা কইফ। বলিউডের সঙ্গে সম্পর্ক বহু দিনের। তা সত্ত্বেও সেভাবে তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়নি।
Image credits: Our own
Bangla
নার্গিস ফকরে
নার্গিস ফকরের হট লুক নজর কাড়ে সকলে। বহু বলিউড ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তবে, এখনও পর্যন্ত তাঁর অভিনয় দক্ষতায় মুগ্ধ হননি ভক্তরা।
Image credits: Twitter
Bangla
সারা আলি খান
সইফ কন্যা সারা বলিউডে পা দেওয়ার পর থেকেই লাইম লাইটে। একাধিক ছবিতে পরের পর কাজ করে চলেছেন সারা। তবে, এখনও সেভাবে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেননি নায়িকা।
Image credits: instagram
Bangla
জ্যাকলিন
তালিকায় আছে জ্যাকলিনও। তিনিও বহুদিন ধরে বলিউডে কাজ করছেন। তাঁর রূপের জাদুতে সব সময় মুগ্ধ হন ভক্তরা। তবে, এখনও নিজের অভিনয় দক্ষতা বলে দর্শকদের মুগ্ধ করতে পারেননি তিনি।
Image credits: our own
Bangla
অনন্যা পান্ডে
চাঙ্কি কন্যা অনন্যা বলিউডে ওভার অ্যাক্টিং কি দুকান নামে পরিচিত। পরের পর কাজ করে চললেও এখনও তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়নি কোথাও।
Image credits: varindertchawla nstaghram
Bangla
আমিশা প্যাটেল
সিনিয়র অভিনেত্রীদের তালিকায় নাম লেখান আমিশা প্যাটেল। বহু ছবিতে কাজ করলেও অভিনয় দক্ষতার কারণে সেভাবে প্রশংসা পাননি নায়িকা।