২০০১ সালে ‘জানশীন’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন সেলিনা।
তাঁর ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি।
হঠাৎই তিনি বলিউড থেকে বিদায় নেন। কারণ আজও সকলে অজানা।
টুইটে সেলিনাকে নিয়ে নোংরা মন্তব্য করেন স্বঘোষিত চিত্র সমালোচক উমের সান্ধু।
বলেন, ‘সেলিনা ভারতের একমাত্র অভিনেত্রী যিনি বাবা (ফিরোজ খান) ও ছেলে (ফারদিন খান) দুজনের শয্যাসঙ্গিনী ছিলেন।’
এই টুইট নজরে আসেন সেলিনার। চুপ থাকেননি তিনি। দিয়েছেন উত্তর।
টুইটে সেলিনা লেখেন, ‘মিস্টার সান্ধু, এই টুইটটি পোস্ট করায় আপনি হয়তো পুরুষ হওয়ার দৌড়ে দৈর্ঘ্য ও পরিধিতে বেড়েছেন।’
‘আপনার হয়তো একটু আশাও বেড়েছে যে আপনার যৌন অক্ষমতা সেরে উঠবে। বিশ্বাস করুন সেরে ওটার আরও উপায় আছে।’
‘চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। দয়া করে সময় নিয়ে নিজের চিকিৎসা করিয়ে নেবেন।’
বিশেষ বন্ধুর সঙ্গে দুবাই ট্রিপে খুশি কাপুর, রইল তারই ছবি
বাড়িতে প্রথমবার এল ছেলে 'বায়ু', তার আগমনে নতুন রূপে সাজল সোনমের ঘর
জয়া বচ্চনের জন্মদিনে রইল ছেলে অভিষেক ও নাতনির নব্যার বিশেষ পোস্ট
এক মাস পেরিয়ে গেলেও বিগ বি-র অবস্থার কোনো উন্নতি হয়নি? মিলল বড় খবর