Bangla

সঞ্জয় লীলা বনশালি মানেই নতুন কোনও চমক

বরাবরই দর্শকদের জন্য নয়া নয়া চমক নিয়ে হাজির হন চলচ্চিত্র পরিচালক। 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' থেকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' একাধিক পিরিয়ড ড্রামা উপহার দিয়েছেন বনশালি

Bangla

সঞ্জয় লীলা বনশালি মানেই নতুন কোনও চমক

শাহরুখ খানকে নিয়ে নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা বনশালি বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, শাহরুখ খানের সঙ্গে একটি নতুন প্রজেক্টে কাজ করতে চলেছেন বনশালি

Image credits: Our own
Bangla

বাইজু বাওরার রিমেক কি বানাচ্ছেন সঞ্জয়

শোনা যাচ্ছে মীরা কুমারী অভিনীত বাইজু বাওরা ছবির রিমেকেই নাকি ফিরতে চলেছে শাহরুখ খান ও সঞ্জয় লীলা বনশালীর জুটি

Image credits: Our own
Bangla

শাহরুখের ফিল্মি কেরিয়ারে বনশালীর অবদান

দেবদাস ছবির পুরোটাকেই লার্জার দ্যান লাইফের পরিবেশে গড়ে তুলেছিলেন সঞ্জয় লীলা বনশালী। আর সেই ছবির নায়ক ছিলেন শাহরুখ খান। কিংবদন্তি অভিনেতাদের তালিকায় ঢুকে পড়েছিলেন শাহরুখ

Image credits: Our own
Bangla

কেন দেবদাসের পর আর সঞ্জয়ের সঙ্গে ছিলেন না শাহরুখ

দেবদাসের পরবর্তী অধ্যায়ে শাহরুখ ও সঞ্জয়ের সম্পর্ক নিয়ে অনেক কানাঘুষো খবর রয়েছে। কিন্তু, এর কোনটা সত্যি তা নিশ্চিতভাবে বলা যায় না।

Image credits: Our own
Bangla

পদ্মাবতের প্রত্যাখান ভালোভাবে নেননি বনশালী

পদ্মাবতে শাহরুখ যেভাবে বনশালীকে প্রত্যাখ্যান করেছিলেন তাতে তিনি প্রবল আহত হয়েছিলেন।  সঞ্জয়ের আশা ছিল পদ্মাবত হয়তো শাহরুখের ক্যারিশমাকে ফেরত আনবে

Image credits: Our own
Bangla

দেবদাসে যেন চতুর্মিলন

দেবদাসে একদিকে শাহরুখ, অন্যদিকে নায়িকাদের চরিত্রে ঐশ্বর্য রাই, মাধুরী দিক্ষিত সঙ্গে জ্যাকি শ্রফ, কিরণ খের। আর পরিচালক থেকে মিউজিক ডিরেক্টর খোদ সঞ্জয় লীলা বনশালী। 

Image credits: Our own
Bangla

পাঠানের সাফল্য শাহরুখের কেরিয়ারের মোড় ঘোরাল

এক অবিশ্বাস্য সাফল্যের মুখ দেখেছে শাহরুখ খান অভিনীত পাঠান। সবচেয়ে অবাক করে দিয়েছে শাহরুখ খানের অ্যাকশন হিরোর মেক ওভার। পাঠানের সাফল্য শাহরুখ খানকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন পরিচালকরা

Image credits: Our own
Bangla

সঞ্জয়ের ছবিতে কি নায়িকা দীপিকা

শাহরুখ যদি সত্যি সত্যি বনশালীর সঙ্গে ছবি করেন, তাহলে কি নায়িকা দীপিকা পাড়ুকোন! কারণ পাঠানের সাফল্য এটাও প্রমাণ করেছে যে শাহরুখ ও দীপিকার জুড়ি দর্শকদের পয়লা পসন্দ

Image credits: Our own
Bangla

শাহরুখ নিজেও এখনও কিছু বলেননি

শাহরুখের পরবর্তী ছবি জওয়ান। এই ছবি নিয়েও প্রবল উত্তেজনা রয়েছে। সঞ্জয় লীলা বনশালীও মুখ খোলেননি। সামনেই নেটফ্লিক্সে আসছে তাঁর ওয়েব সিরিজ হিরামাণ্ডি। সেই নিয়ে ব্যস্ত রয়েছেন বনশালী

Image credits: Our own

বুকের পাঁজর দিয়ে ঢাকা স্তনবৃন্ত, নগ্ন শরীরে উরফির লজ্জা নিবারণ দেখেছেন

ফেটে বেরোচ্ছে রূপের জেল্লা, মা হওয়ার পর প্রথম বোল্ড লুকে ভাইরাল সোনম

সলমন খানকে প্রাণনাশের হুমকি মেল, যোধপুর থেকে গ্রেফতার অভিযুক্ত

খোলা পিঠ,শরীরের খাঁজে ট্যাটু, সেক্সবম্ব মালাইকার যৌবনে দিশেহারা ভক্তরা