অন্তর্বাস গায়ে রাখতে মোটেই পছন্দ করেন না উরফি জাভেদ। এবারও নগ্ন শরীর ঢাকতে অভিনব কায়দায় লজ্জা নিবারণ করলেন উরফি জাভেদ।
মুম্বইয়ের এক ওটিটি প্ল্যাটফর্মের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন উরফি জাভেদ। সেখানেই বুকের পাঁজর দিয়ে তৈরি খাঁচার পোশাক পরে তাক লাগালেন উরফি।
অনাবৃত শরীর, স্তনবৃন্ত শুধু ঢাকা বেগুনি রঙের বুকের পাঁজর দিয়ে, নীচে পরেছেন বেইজ রঙের প্যান্ট। এই পোশাক পরে অনুষ্ঠানে হাজির হতেই ভিড়মি খেলেন ভক্তরা।
বুকের পাঁজর যে পোশাক হতে পারে, তা উরফির পক্ষেও সম্ভব। কাজল কালো চোখ, উজ্জ্বল ঠোঁট, টেনে বাঁধা চুল। অনুষ্ঠানে ঢোকা মাত্রই ছবির বন্যা।
উরফির এই পোশাক দেখে নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। নোংরামির সব সীমা পার করতেই শালীনতার প্রশ্ন তুলেছেন ভক্তরা। নোংরা কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।
ফেটে বেরোচ্ছে রূপের জেল্লা, মা হওয়ার পর প্রথম বোল্ড লুকে ভাইরাল সোনম
সলমন খানকে প্রাণনাশের হুমকি মেল, যোধপুর থেকে গ্রেফতার অভিযুক্ত
খোলা পিঠ,শরীরের খাঁজে ট্যাটু, সেক্সবম্ব মালাইকার যৌবনে দিশেহারা ভক্তরা
মা-বাবা নয়, বরং বাড়ির পরিচারকদের নিয়মিত পা ছুঁয়ে প্রণাম করেন রশ্মিকা