Bangla

ক্যামিও চরিত্র

ববি দেওল থেকে দীপিকা পাড়ুকোণ- চলতি বছরে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন এই আট তারকা। দেখে নিন কে কে আছেন তালিকায়। 

Bangla

ববি দেওল

অ্যানিম্যাল ছবিতে ববি দেওলের চরিত্রটি সকলের নজর কেড়েছে। এই ক্যামিও চরিত্রে তিনি নজর কেড়েছেন সকলের। চরিত্রটি ব্যাপক হিট করেছে।  

Image credits: instagram
Bangla

তৃপ্তি দিমরি

অ্যানিম্যাল ছবিতে ক্যামিও চরিত্রে নজর কেড়েছেন তৃপ্তি দিমরি। ছবিতে রণবীর কাপুরের প্রেমিকার চরিত্রে নজর কেড়েছে তৃপ্তি। 

Image credits: instagram
Bangla

ভিকি কৌশল

সদ্য মুক্তি পেয়েছে ডানকি। এই ছবিতে ভিকি কৌশল নজর কেড়েছেন সকলের। 

Image credits: instagram
Bangla

দীপিকা পাড়ুকোণ

জওয়ান ছবিতে দীপিকা পাড়ুকোণকে দেখা গিয়েছে শাহরুখের মায়ের চরিত্রে। এই ক্যামিও চরিত্রটি নজর কেড়েছে সকলের। 

Image credits: instagram
Bangla

শাহরুখ খান

চলতি বছরে তিন ছবি মুক্তি পেয়েছে শাহরুখ খানের। তা সত্ত্বেও সলমন খানের টাইগার ৩ ছবিতে দেখা গিয়েছেন বাদশা। এই ক্যামিও চরিত্রটি নজর কেড়েছে সকলের। 

Image credits: instagram
Bangla

শিবা রাজকুমার

জেলার ছবিতে শিবা রাজকুমারের অভিনীত ছবিটি উঠে এসেছিল খবরে। যা নজর কেড়েছে সকলের। 

Image credits: instagram
Bangla

সঞ্জয় দত্ত

জওয়ান ছবিতে অফিসার মাধবন নায়েকের চরিত্রে দেখা দেন সঞ্জয় দত্ত। যা নজর কেড়েছে সকলের। 

Image credits: instagram
Bangla

সলমন খান

চলতি বছরে দুটি ছবি মুক্তি পেয়েছে সলমন খানের। কিসিকি ভাই, কিসিকি জান ও টাইগার ৩ ছবি মুক্তি পায়। তা সত্ত্বেও শাহরুখের খানের পাঠান ছবিতে দেখা গিয়েছেন ভাইজান। যা নজর কেড়েছে সকলের।

Image credits: instagram

২০২৩ সালে সৌভাগ্যের দরজা খুলেছে এই কয় তারকার, রইল তালিকা

জিরো থেকে দঙ্গল- শেষ কয় বছরে বড়দিনে মুক্তি পেয়েছে এই কয়টি বলিউড ছবি

Year Ending 2023: বলিউড ও টলিউডে চলতি বছরে প্রয়াত হয়েছেন এই ১০ তারকা

এই কয়টি Low Budget ছবি ব্যাপক আয় করেছে ২০২৩ সালে, দেখে নিন কী কী