Bollywood

অ্যাডভান্স বক্স অফিস কালেকশন

ছবি মুক্তির আগেই সুযোগ থাকে প্রি বুকিং-র। আজ রইল কয়টি ছবির কথা। অ্যাডভান্স বক্স অফিস কালেকশনের কারণে রেকর্ড গড়েছিল ছবিগুলো।

Image credits: Facebook

জওয়ান

তালিকায় আছে শাহরুখ অভিনীত জওয়ান। ৪১ কোটি আয় করেছিল শুধু প্রি বুকিং থেকে। 

Image credits: Facebook

পাঠান

শাহরুখ খান অভিনীত পাঠান মুক্তি পায় চলতি বছরের শুরুর দিকে। ছবিটি ৩২.৪৩ কোটি আয় করেছিল প্রি বুকিং থেকে।

Image credits: Facebook

অ্যানিমেল

আজই মুক্তি পেল অ্যানিমেল। ছবিটি ৩৪ কোটি আয় করেছে অ্যাডভান্স টিকিট বুকিং থেকে।

Image credits: Facebook

আদিপুরুষ

তালিকায় আছে আদিপুরুষ। ২৬.৫০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল ছবি মুক্তির আগেই। 

Image credits: Facebook

লিও

দক্ষিণী ছবি লিও আছে এই তালিকায়। ৪৬.১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল ছবি মুক্তির আগেই।

Image credits: Facebook

অ্যানিমেল

আজই মুক্তি পেল অ্যানিমেল। বাবার প্রতি ছেলের ক্ষোভ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার ঝলক মিলল এই ছবিতে।

Image credits: Facebook

অ্যাংরি ইয়ং ম্যান লুক

এই প্রথম জুটি বাঁধলেন রশ্মিকা মান্দানা ও রণবীর কাপুর। নিজের পুরনো চকোলেট বয় ইমেজ ছেড়ে একেবারে অ্যাংরি ইয়ং ম্যান লুকে দর্শকদের সামনে হাজির হলেন রণবীর কাপুর।

Image credits: Facebook

অনিল কাপুর

রণবীর কাপুরের বাবার চরিত্রে দেখা গিয়েছে অনিল কাপুরকে। তার সঙ্গে সম্পর্কের এক ভিন্ন দিক উঠে এসেছে ছবিতে। ছবি জুড়ে আছে অ্যাকশন।

Image credits: Facebook

ববি দেওল

এই ছবিতে সিক্স প্যাক থেকে একে বারে অন্য লুকে নজর কেড়েছেন ববি দেওল। সব মিলিয়ে নতুন ধরনের গল্প নিয়ে মুক্তি পেল ‘অ্যানিমেল’।

Image credits: Facebook