Bangla

মুম্বইয়ের রাস্তায় হঠাতই দেখা গেল উরফি জাভেদকে

খোলামেলা বেগুনি পোশাকে তাঁর গায়ে যেন পরিপক্ক জামের আঁকিবুকি।

Bangla

পাপারাৎজ়িদের জিজ্ঞেস করলেন 'কেমন আছেন'?

পাপারাৎজ়িদের দেখেই চিরপরিচিত স্বভাবে হেসে হাত নাড়লেন উরফি।

Image credits: social media
Bangla

শুধু 'কেমন আছেন' জিজ্ঞেস করাই নয়

পাপারাৎজ়িদের প্রত্যেককে একটি করে স্মার্ট ঘড়িও উপহার দিলেন উরফি

Image credits: social media
Bangla

মুম্বইয়ের রাস্তায় উরফি

খোলামেলা পোশাকে তাঁকে দেখতে ভিড় জমে গেল মুম্বইয়ের রাস্তায়।

Image credits: social media
Bangla

মুখে স্বভাবসিদ্ধ হাসি

কানে মোটা বালা আর হাতে নীল নেলপলিশ তাঁকে করে তুলেছে একেবারে ঝাঁ চকচকে

Image credits: social media
Bangla

পাপারাৎজ়িদের তরফে তাঁকে প্রশ্ন করা হল

উরফিকে জিজ্ঞেস করা হল, মানুষের চিন্তাধারা সম্পর্কে তিনি কী ভাবেন…

Image credits: social media
Bangla

উরফির পোশাকেই নেটিজেনদের আগ্রহ

অবশ্যই তাঁর পোশাক সম্পর্কে নেটিজেনদের যে বিরূপ মনোভাব, সেই সম্পর্কেই জিজ্ঞেস করা হয় উরফি জাভেদকে। 

Image credits: social media
Bangla

হেসে জবাব দেন উরফি

পাপারাৎজ়িদের প্রশ্নের উত্তরে পালটা একটি প্রশ্ন করেন উরফি।

Image credits: social media
Bangla

'সাধারণ' পোশাকেই নজরকাড়া

হেসে বলেন, ‘সবসময় আমি যেরকম পোশাক পরি, তার তুলনায় এটা অনেক সাধারণ, তাই না?’

Image credits: social media
Bangla

উরফির শরীরী ইশারা

অবশ্যই তাঁর শরীরী ইশারায় বহু সমালোচকদের মনেও যে ঝড় ওঠে, তা তাঁর অজানা নয় মোটেই।

Image credits: social media
Bangla

মুম্বইয়ে উরফি জাভেদ

হাসিমুখে স্মার্টওয়াচ বিলিয়ে দিয়ে ক্যামেরার উদ্দেশে পোজ় দিয়ে বিদায় নিলেন তন্বী

Image credits: social media

Happy Birthday: রইল রশ্মিকা মন্দানার কেরিয়ারের খুঁটিনাটি

রুপোলী পোশাকে মা ও মেয়ের জুটি, ভাইরাল ফোটোশ্যুটের ছবি

পারভীন ববি জীবন ঘিরে ছিল নানা বিতর্ক, দেখে নিন এক ঝলকে

কিং খানের গ্যারাজের ৬ বিলাসবহুল গাড়ি, যার দামে চক্ষু হবে চড়কগাছ