খোলামেলা বেগুনি পোশাকে তাঁর গায়ে যেন পরিপক্ক জামের আঁকিবুকি।
পাপারাৎজ়িদের দেখেই চিরপরিচিত স্বভাবে হেসে হাত নাড়লেন উরফি।
পাপারাৎজ়িদের প্রত্যেককে একটি করে স্মার্ট ঘড়িও উপহার দিলেন উরফি।
খোলামেলা পোশাকে তাঁকে দেখতে ভিড় জমে গেল মুম্বইয়ের রাস্তায়।
কানে মোটা বালা আর হাতে নীল নেলপলিশ তাঁকে করে তুলেছে একেবারে ঝাঁ চকচকে
উরফিকে জিজ্ঞেস করা হল, মানুষের চিন্তাধারা সম্পর্কে তিনি কী ভাবেন…
অবশ্যই তাঁর পোশাক সম্পর্কে নেটিজেনদের যে বিরূপ মনোভাব, সেই সম্পর্কেই জিজ্ঞেস করা হয় উরফি জাভেদকে।
পাপারাৎজ়িদের প্রশ্নের উত্তরে পালটা একটি প্রশ্ন করেন উরফি।
হেসে বলেন, ‘সবসময় আমি যেরকম পোশাক পরি, তার তুলনায় এটা অনেক সাধারণ, তাই না?’
অবশ্যই তাঁর শরীরী ইশারায় বহু সমালোচকদের মনেও যে ঝড় ওঠে, তা তাঁর অজানা নয় মোটেই।
হাসিমুখে স্মার্টওয়াচ বিলিয়ে দিয়ে ক্যামেরার উদ্দেশে পোজ় দিয়ে বিদায় নিলেন তন্বী।