ছেলের বিয়ে। কিন্তু মা-এর রূপের চর্চাতেই মেতে থাকল বিয়ে বাড়ি। বলতে গেলে পূজা দেওল নাকি ছেলে করণ এবং ছেলে বউ দিশার থেকেও বেশি ফোকাসে ছিলেন বলিউডের এই হাইপ্রোফাইল বিয়েতে।
একটা সময় বলিউডের সঙ্গে ছিল পূজার গভীর যোগ। নিজেকে বারবার লাইম-লাইটের আড়ালেই রাখতেন। বলিউড ছাড়ার পরও পরিবারের সূত্রে সংযোগ থাকলেও সেলিব্রিটি ওয়াইফের তকমা কোনও দিন পড়তে দেননি তিনি
একটা সময় পূজা দেওল বলিউডে চেষ্টা করেছিলেন নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে। হিম্মত বলে একটি ছবিতে সানি দেওলের বিপরীতেও অভিনয় করেছিলেন। সেই ছবিতে তিনি অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন
অভিনয়ের পাশাপাশি লেখার হাত বেশ ভালো পূজার। লেখিকা হিসাবে বেশকিছু কাজও রয়েছে। এমনকী এমলা-পাগলা দিওয়ানা-২ ছবির গল্প তাঁরই লেখা
জানা যায় পূজা ও সানি এক্কেবারে শৈশবকালের বন্ধু। পরবর্তী সময়ে এই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। ১৯৮৪ সালে পূজাকে বিয়ে করেন পূজা
গোপন বিবাহ করেছিলেন সানি-পূজা। কেউই এই বিয়ের বিষয়ে কিছু জানত না। একটি ফিল্মি ম্যাগাজিন প্রথম এই খবর ফাঁস করেছিল। সানি ও পূজার বিয়ের ছবিও পাবলিশ করে দিয়েছিল এই ম্যাগাজিন
পূজার বাবা ছিলেন ভারতীয়। মা ছিলেন ব্রিটিশ। বিয়ের আগে পূজার নাম ছিল লিন্ডা। বিয়ের পর লিন্ডা থেকে পূজা নাম হয়ে যায়