Bangla

করণ দেওলের বিয়েতে চর্চায় পূজা

ছেলের বিয়ে। কিন্তু মা-এর রূপের চর্চাতেই মেতে থাকল বিয়ে বাড়ি। বলতে গেলে পূজা দেওল নাকি ছেলে করণ এবং ছেলে বউ দিশার থেকেও বেশি ফোকাসে ছিলেন বলিউডের এই হাইপ্রোফাইল বিয়েতে।

Bangla

লাইম-লাইটের আড়ালেই পূজা

একটা সময় বলিউডের সঙ্গে ছিল পূজার গভীর যোগ। নিজেকে বারবার লাইম-লাইটের আড়ালেই রাখতেন। বলিউড ছাড়ার পরও পরিবারের সূত্রে সংযোগ থাকলেও সেলিব্রিটি ওয়াইফের তকমা কোনও দিন পড়তে দেননি তিনি

Image credits: Social Media
Bangla

নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা

একটা সময় পূজা দেওল বলিউডে চেষ্টা করেছিলেন নায়িকা হিসাবে প্রতিষ্ঠা পেতে। হিম্মত বলে একটি ছবিতে সানি দেওলের বিপরীতেও অভিনয় করেছিলেন। সেই ছবিতে তিনি অতিথি শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন

Image credits: Social Media
Bangla

সিনেমার গল্প লেখেন পূজা

অভিনয়ের পাশাপাশি লেখার হাত বেশ ভালো পূজার। লেখিকা হিসাবে বেশকিছু কাজও রয়েছে। এমনকী এমলা-পাগলা দিওয়ানা-২ ছবির গল্প তাঁরই লেখা

Image credits: Social Media
Bangla

সানির বাল্যবান্ধবী পূজা

জানা যায় পূজা ও সানি এক্কেবারে শৈশবকালের বন্ধু। পরবর্তী সময়ে এই বন্ধুত্ব ভালোবাসায় বদলে যায়। ১৯৮৪ সালে পূজাকে বিয়ে করেন পূজা

Image credits: Social Media
Bangla

গোপনে বিয়ে করেছিলেন সানি-পূজা

গোপন বিবাহ করেছিলেন সানি-পূজা। কেউই এই বিয়ের বিষয়ে কিছু জানত না। একটি ফিল্মি ম্যাগাজিন প্রথম এই খবর ফাঁস করেছিল। সানি ও পূজার বিয়ের ছবিও পাবলিশ করে দিয়েছিল এই ম্যাগাজিন

Image credits: Social Media
Bangla

বিয়ের পর নাম বদল পূজার

পূজার বাবা ছিলেন ভারতীয়। মা ছিলেন ব্রিটিশ। বিয়ের আগে পূজার নাম ছিল লিন্ডা। বিয়ের পর লিন্ডা থেকে পূজা নাম হয়ে যায়

Image credits: Social Media

Music Day: এই ৮ তারকা অভিনয়ের পাশাপাশি সঙ্গীত শিল্পী হিসেবেও খ্যাত

আদিপুরুষের ৭ সংলাপ যা পড়লে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে

বাবা হলেন রাম চরণ, জেনে নিন কীভাবে শুরু হয়েছিল রাম চরণ-উপাসনার প্রেম

আদিপুরুষ নিয়ে ফের বিতর্ক! রামের চরিত্র করতে নাকি রাজিই ছিলেন না প্রভাস