Bangla

বার্বি লুকে ভারতের রাজনীতিবিদরা

বার্বি সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে। এই অবস্থায় ভারতের প্রথম সারির রাজনীতিবিদদের বার্বি লুক দিলেন এআই আর্টিস্ট। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Bangla

বার্বি লুকে মোদী

পিঙ্ক ড্রেসে নরেন্দ্র মোদী। জনতার পাশে জনতার প্রিয় নেতাকে তুলে ধরেছেন এআই শিল্পি।

Image credits: SOCIAL MEDIA
Bangla

প্রতিপক্ষ রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পিঙ্ক কোর্ট আর সাদা শার্ট। ম্যাচো লুকে কংগ্রেস নেতা। সানগ্লাস বিশেষ করে নজর কাড়া রাহুল গান্ধীর জন্য।

Image credits: SOCIAL MEIDA
Bangla

অরবিন্দ কেজরিওয়াল

পিঙ্ক কালারের ববিপ্রিন্টের শার্টে অরবিন্দ কেজরিওয়াল। বার্বি লুক তাই পিছনে বেলুনের সারি। হাতে ফুল হাতে দিল্লির মুখ্যমন্ত্রী।

Image credits: SOCIAL MEDIA
Bangla

লালু প্রসাদ যাদব

গোলাপি শার্টে লালুপ্রসাদ যাদব। পিছনে গরুর পাল। লুকেও সামান্য চেঞ্জ এনেছেন শিল্পি। যা অন্যরকম করে দিয়েছে লালুকে।

Image credits: SOCIAL MEDIA
Bangla

সনিয়া গান্ধী

পিঙ্ক শ্যুট-বুটে সনিয়া গান্ধী। রিকশায় বসে কংগ্রেস নেত্রী। যা একদম আলাদা করে দিয়েছে কংগ্রেস নেত্রীকে।

Image credits: SOCIAL MEDIA
Bangla

মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রীকে শাড়ি পরা অবস্থায় দেখেই অভ্যস্ত। কিন্তু এখানে একদম অন্য পোশাকে অন্যলুকে মমতা বন্দ্যোপাধ্যায়। যার মধ্য়ে রয়েছে বার্বি ছোঁয়া ।

Image credits: SOCIAL MEDIA
Bangla

অমিত শাহ

ভারতীয় রাজনীতির চাণক্য গোলাপি পোশাকে। গলায় কয়েক ছড়া মালা। বার্বি লুকে হলেও ভারতীয় ঐতিহ্যেই অমিত শাহকে তুলে ধরেছেন শিল্পি।

Image credits: SOCIAL MEDIA
Bangla

নীতিন গডকরি

কেন্দ্রীয় মন্ত্রীকে অফিশিয়াল ড্রেসে দেখেই অভ্যস্ত। কিন্তু তার এই ক্যাজুয়াল লুক কিন্তু অন্য মাত্রা এনে দিয়েছে।

Image credits: SOCIAL MEDIA

স্মরণে ভারতের 'মিসাইল ম্যান' এ.পি.জে আবদুল কালাম

কার্গিল যুদ্ধের নায়ক হিমালয় পুত্র বিক্রম বাত্রা ছিলেন অদ্বিতীয়

স্মৃতির মণিকোঠা থেকে আরও একবার তাজা করে নিন বিজয় দিবসের সাতকাহন

Chandrayaan 3: চন্দ্রযান ৩ সফলভাবে চাঁদে অবতরণ করার পর কী হতে পারে?