কাশ্মীর থেকে কন্যাকুমারিকা - সর্বত্রই রীতিমেনে ইদের উৎসবে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষ।
ইসলামিক স্বাদের সাথে ভারতীয় সংস্কৃতির একটি অনন্য মিশ্রণ। ইদের নমাজ সম্প্রীতির বার্তা নিয়ে আসে, এবং শান্তি ও ভালবাসায় বসবাস করে।
এই বিশেষ দিনটি আনন্দের সঙ্গে উৎযাপন করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ইদের জাঁকজমক এখন ভারতীয় ঐতিহ্যের একটি বিশেষ অঙ্গ।
নবী মহম্মদের সময় থেকেই শুরু ইদের। মক্কা আর মদিনায় প্রথম ইদের উৎসব শুরুহয়েছিল। বিশ্বাস অনুযায়ী মহানবী এই অনুষ্ঠান পালন করতেন।
প্রতিবছর ঈদুল ফিতর উদযাপিত হয় বিশ্বের প্রতিটি প্রান্তে। দিনটি বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখা করা, সুস্বাদু খাবার খাওয়া এবং শিশুদের মিষ্টি এবং উপহার বিতরণ করা হয়।
এদিন সকাল থেকেই ইদের উৎসব শুরু দেশের বিভিন্ন প্রান্তে। অনেক জায়গায় সামিল রাজনৈতিক ব্যক্তিত্বরাও। নমাজের পরই শুভেচ্ছা বিনিময় হয়।
এই রাজ্যের রীতি মেনে ইদের নমাজ পাঠ হয়। কলকাতার রেড রোডে ইদের নমাজে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
জেলাতেও ইদের উৎসব চলছে সমান তালে। এদিন নমাজের পরে শুভেচ্ছা বিনিময় করা হয়। হাজির ছিল আট থেকে আশি।
কড়া নিরাপত্তার মধ্যেই ভূস্বর্গে ইদের নমাজে অংশ নেন জম্মু ও কাশ্মীরের বাসিন্দারা। মহিলাও উপস্থিতি এই অনুষ্ঠানে।
ইদের অনুষ্ঠানে দেশ জুড়ে সম্প্রতির ছবিও প্রকাশ্যে এল। সব বিভেদ ভুলে এক অপরকে শ্রদ্ধা আর শুভেচ্ছা জানিয়েছেন।