India

পুঞ্চে জঙ্গি হামলা

পুঞ্চে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যুতে উত্তপ্ত গোটা দেশ। নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের মানুষ

Image credits: ANI

পাঁচ জঙ্গির কাণ্ড

পুঞ্চে সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলার সঙ্গে তিন বিদেশী সন্ত্রাসবাসী যুক্ত ছিল বলেও মনে করছে তদন্তকারী। মোট পাঁচ জঙ্গি হামলার পরিকল্পনা করে।

Image credits: ANI

তল্লিশি শুরু

জঙ্গিদের খুঁজতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ড্রোন ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা।

Image credits: PTI

বৃহস্পতিবার বিকেলে হামলা

বৃহস্পতিবার বিকেলে রাজৈরি সেক্টরে ভিম্বারগালি ও পুঞ্চের মধ্যে চলন্ত গাড়িতেই হামলা চালান হয়। এই এলাকায় এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দৃশ্যমানতাও কম থাকার সুযোগ নিয়ে হামলা।

Image credits: PTI

জি-২০র আগেই হামলা

সামনেই জম্মু ও কাশ্মীরে জি-২০ বৈঠক। পর্যটনকে কেন্দ্র করে বৈঠক। তার আগেই ভূস্বর্গের পরিবেশ উত্তপ্ত করতে হামলার ছক।

Image credits: PTI

কড়া সতর্কতা

নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘনিষ্ঠ নজরদারির মধ্যে রাজৌরি  পুঞ্চের জোড়া সীমান্ত জেলাগুলিতে একটি উচ্চ সতর্কতা জারি হয়েছে। ঘটনার পর ভিম্বার গালি-পুঞ্চ সড়কে যান চলাচল বন্ধ

Image credits: PTI

এনআইএ দল

ঘটনাস্থলে পৌছেছে এনআইএ দল। তদন্তকারীদের অনুমান জঙ্গিরা আইইডি বোমা ব্যবহার করেছিল।

Image credits: PTI

জঙ্গলে তল্লাশি

তদন্তকারীদের অনুমান জঙ্গিরা বাটা-ডোরিয়া এলাকার ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে। সেই কারণে এই এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

Image credits: PTI

রাজনাথের নজরে

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন যে তিনি সাহসী সৈন্যদের প্রাণহানির ঘটনায় শোকাহত। তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সমস্ত কিছু জানিয়েছেন।

Image credits: PTI

রাজনাথের মন্তব্য

রাজনাথ সিং বলেছেন, পুঞ্চ জেলার ঘটনা অত্যান্ত দুঃখ জনক। নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। 

Image credits: PTI