Bangla

পুঞ্চে জঙ্গি হামলা

পুঞ্চে জঙ্গি হামলায় পাঁচ সেনা জওয়ানের মৃত্যুতে উত্তপ্ত গোটা দেশ। নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের মানুষ

Bangla

পাঁচ জঙ্গির কাণ্ড

পুঞ্চে সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে জঙ্গি হামলার সঙ্গে তিন বিদেশী সন্ত্রাসবাসী যুক্ত ছিল বলেও মনে করছে তদন্তকারী। মোট পাঁচ জঙ্গি হামলার পরিকল্পনা করে।

Image credits: ANI
Bangla

তল্লিশি শুরু

জঙ্গিদের খুঁজতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। ড্রোন ও স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে তদন্তকারীরা।

Image credits: PTI
Bangla

বৃহস্পতিবার বিকেলে হামলা

বৃহস্পতিবার বিকেলে রাজৈরি সেক্টরে ভিম্বারগালি ও পুঞ্চের মধ্যে চলন্ত গাড়িতেই হামলা চালান হয়। এই এলাকায় এদিন সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দৃশ্যমানতাও কম থাকার সুযোগ নিয়ে হামলা।

Image credits: PTI
Bangla

জি-২০র আগেই হামলা

সামনেই জম্মু ও কাশ্মীরে জি-২০ বৈঠক। পর্যটনকে কেন্দ্র করে বৈঠক। তার আগেই ভূস্বর্গের পরিবেশ উত্তপ্ত করতে হামলার ছক।

Image credits: PTI
Bangla

কড়া সতর্কতা

নিয়ন্ত্রণ রেখা বরাবর ঘনিষ্ঠ নজরদারির মধ্যে রাজৌরি  পুঞ্চের জোড়া সীমান্ত জেলাগুলিতে একটি উচ্চ সতর্কতা জারি হয়েছে। ঘটনার পর ভিম্বার গালি-পুঞ্চ সড়কে যান চলাচল বন্ধ

Image credits: PTI
Bangla

এনআইএ দল

ঘটনাস্থলে পৌছেছে এনআইএ দল। তদন্তকারীদের অনুমান জঙ্গিরা আইইডি বোমা ব্যবহার করেছিল।

Image credits: PTI
Bangla

জঙ্গলে তল্লাশি

তদন্তকারীদের অনুমান জঙ্গিরা বাটা-ডোরিয়া এলাকার ঘন জঙ্গলে লুকিয়ে রয়েছে। সেই কারণে এই এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

Image credits: PTI
Bangla

রাজনাথের নজরে

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন যে তিনি সাহসী সৈন্যদের প্রাণহানির ঘটনায় শোকাহত। তিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে সমস্ত কিছু জানিয়েছেন।

Image credits: PTI
Bangla

রাজনাথের মন্তব্য

রাজনাথ সিং বলেছেন, পুঞ্চ জেলার ঘটনা অত্যান্ত দুঃখ জনক। নিহত সেনা জওয়ানদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন। 

Image Credits: PTI