Bangla

জোজিলা টানেলের নির্মাণ কাজ দেখলেন মন্ত্রী

কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি সোমবার ১৩ সদস্যের সংসদীয় কমিটির সঙ্গে জোজিলা টানেলের নির্মাণ কাজ খতিয়ে দেখলেন।

Bangla

জোজিলা টানেল

জম্মু ও কাশ্মীর থেকে লাদাখের মধ্যে সংযোগকারী রাস্তা। যা যে কোনও অবহাওয়াতেই বন্ধ হবে না। কারণ শীতকালে এখনও বন্ধ হয়ে যায় জোজিলা পাস।

Image credits: PTI
Bangla

কাশ্মীর থেকে কন্যাকুমারি সংযুক্ত

কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারি পর্যন্ত সড়ক পথে সংযুক্ত করা কেন্দ্রীয় সরকারের স্বপ্ন। এটি তারই একটি অঙ্গ। টালেনটি ঐতিহাসিক বলেও জানিয়েছেন তিনি।

Image credits: PTI
Bangla

অক্টোবরে উদ্বোধন

জেড-মোরহ টানেল, যা গগনগিরকে সোনামার্গের সাথে সংযুক্ত করে এবং মধ্য কাশ্মীরের গান্ডারবাল জেলার রিসর্টে সর্ব-আবহাওয়া সংযোগ প্রদান করে, এই বছরের অক্টোবরে উদ্বোধন করা হবে।

Image credits: PTI
Bangla

ভারতের গুরুত্বপূর্ণ টানেল

গডকরি বলেছেন, এটি ভারতের গুরুত্বপূর্ণ টানেল। সুড়ঙ্গের দৈর্ঘ্য এশিয়ার সর্বোচ্চ। টানেলের দৈর্ঘ্য ১১,৫০০ ফুট।

Image credits: PTI
Bangla

টানেলের গুরুত্ব

শ্রীনগর থেকে কারগিল-লেহ পর্যন্ত রাস্তার ১১৫৭৮ ফুট উঁচুতে জোজিলা পাস। এটি শীতকালে তুষারপাতের কারণে বন্ধ থাকে। কাশ্মীর-লাদাখ বিচ্ছিন্ন হয়ে যায়। টানেল চালু হলে আর হবে না।

Image credits: PTI
Bangla

সুড়ঙ্গের দৈর্ঘ্য

মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলার বালতাল থেকে লাদাখের কার্গিল জেলার দ্রাস শহরের মিনিমার্গ পর্যন্ত একক টিউব জোজিলা সুড়ঙ্গের দৈর্ঘ্যে ১৩ কিলোমিটার। ১৮ কিলোমিটাপের অ্যাপ্রোচ রোড রয়েছে

Image credits: PTI
Bangla

নির্মাণ খরচ

টানেল নির্মাণে খরচ হয়েছে ১২০০০ কোটি টাকা। যদিও বিশেষজ্ঞদের পরামর্শে ৫ হাজার কোটি টাকা খরচ কমানো গিয়েছে। হিমাঙ্কের ২৬ ডিগ্রি নিচেও নির্মাণ কাজ হয়েছে।

Image credits: PTI
Bangla

কাজের এগিয়েছে

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন ৩৮ শতাংশ কাজ হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে একটি অংশ উদ্বোধন করা সম্ভব বলেও জানিয়েছেন।

Image credits: PTI
Bangla

পর্যটকদের আকর্ষণ করবে

জোজিলা টানেল কাশ্মীর ও লাদাখের পর্যটকদের আকর্ষণ আরও বাড়াবে। তিন থেকে চার শতাংশ পর্যটন বৃদ্ধি পাবে। আশা প্রকাশ করেছেন নীতিন গডকরি।

Image credits: PTI

তাপমাত্রার পারদ আরও চড়বে, মৌসম ভবনের পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা

দ্বিতীয়বারের জন্য কোলারের সভা স্থগিত রাহুল গান্ধীর, রইল পরবর্তী সূচি

তীর্থযাত্রীদের জন্য নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন মোদীর হাতে

শনিবার চেন্নাই বিমান বন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন করবেন মোদী