বিমানে মাঝ আকাশে হঠাৎ আপনার পাশে বসা যাত্রীর মৃত্যু হলে কী হবে জানেন?
Bangla

বিমানে মাঝ আকাশে হঠাৎ আপনার পাশে বসা যাত্রীর মৃত্যু হলে কী হবে জানেন?

অনেকবার বিমানে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন। মাঝ আকাশে অনেকের মৃত্যুও হয়েছে। এক্ষেত্রে আপনার করণীয় কী জেনে নিন।

উড়ানে মাঝ আকাশে কোনও ব্যক্তির হৃদরোগ বা অন্য কোনও অসুখ হলে কী করা হয়?
Bangla

উড়ানে মাঝ আকাশে কোনও ব্যক্তির হৃদরোগ বা অন্য কোনও অসুখ হলে কী করা হয়?

বিমানে কোনও যাত্রীর শরীর খারাপ হলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা জরুরি অবস্থা ঘোষণা করেন। উড়ানে থাকা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সাহায্য চাওয়া হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।

Image credits: Freepik
উড়ান মাটি স্পর্শ করার আগেই কোনও যাত্রীর মৃত্যু হলে কী ব্যবস্থা হয়?
Bangla

উড়ান মাটি স্পর্শ করার আগেই কোনও যাত্রীর মৃত্যু হলে কী ব্যবস্থা হয়?

সাধারণত, ফ্লাইটের ক্রু-মেম্বাররা কোনও যাত্রীকে মৃত ঘোষণা করতে পারেন না। এই কাজটি শুধুমাত্র কোনও চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করতে পারেন।

Image credits: Freepik
উড়ানে যদি কোনও চিকিৎসক না থাকেন, তাহলে কী ব্যবস্থা নেয় বিমান সংস্থা?
Bangla

উড়ানে যদি কোনও চিকিৎসক না থাকেন, তাহলে কী ব্যবস্থা নেয় বিমান সংস্থা?

যদি উড়ানে কোনও চিকিৎসক না থাকেন, তাহলে কারও মৃত্যু হলে পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের পরামর্শ নেন।

Image credits: Freepik
Bangla

উড়ানে মাঝ আকাশে কোনও যাত্রীর মৃত্যু হলে কি বিমানের জরুরি অবতরণ হয়?

যদি কোনও যাত্রীর অবস্থা গুরুতর হয়, তাহলে কাছাকাছি কোনও বিমানবন্দরে জরুরি অবতরণ করা যেতে পারে। তবে যদি কোনও যাত্রীর আগেই মৃত্যু হয়ে গিয়ে থাকে, তাহলে জরুরি অবতরণ হয় না।

Image credits: Pexels
Bangla

উড়াুনে মাঝ আকাশে কোনও যাত্রীর মৃত্যু হলে তাঁর দেহ কোথায় রাখা হয়?

অনেক হাইটেক ফ্লাইটে কর্পস লকার নামে একটি জায়গা থাকে, যেখানে মৃতদেহ সসম্মানে রাখা হয়। এটা না থাকলে, মৃতদেহ ফাঁকা আসনে রেখে সিটবেল্ট লাগিয়ে বা বিজনেস ক্লাসে শুইয়ে দেওয়া হয়।

Image credits: Freepik
Bangla

কোনও যাত্রীর মৃত্যুর পর বিমান মাটি স্পর্শ করলে কী ব্যবস্থা নেওয়া হয়?

বিমান অবতরণের পর বিমানবন্দর কর্তৃপক্ষকে যাত্রীর মৃত্যুর খবর দেওয়া হয়। পরিবার বা কাছের মানুষদের দ্রুত জানানো হয় এবং স্থানীয় আইন অনুযায়ী মৃতদেহ হস্তান্তর করা হয়।

Image credits: Freepik
Bangla

উড়ানে কারও মৃত্যু হলে কোনও যাত্রীর পাশের আসনে কি মৃতদেহ রাখা হয়?

যদি সম্ভব হয়, তাহলে মৃতের পাশে বসা যাত্রীদের সরানো যেতে পারে। তবে অনেক ক্ষেত্রে তাঁদের বাকি রাস্তা মৃতদেহ ঢাকা অবস্থায় পাশে নিয়েই যেতে হতে পারে।

Image credits: unsplush
Bangla

উড়ানে কোনও যাত্রীর মৃত্যু হলে কি বিমান সংস্থাকে দায়ী করা যেতে পারে?

বিমান সংস্থা সাধারণত উড়ানে কোনও যাত্রীর মৃত্যুর জন্য দায়ী থাকে না। যতক্ষণ না কোনও অবহেলা প্রমাণিত হয়। তবে মৃতের পরিবারের জন্য কিছু নিয়ম আছে।

Image credits: Getty
Bangla

উড়ানে কোনও যাত্রীর হৃদরোগ বা মৃত্যুর ঘটনা বিরল নয়, অনেকবার হয়েছে

উড়ানে মৃত্যু বিরল। তবে সম্প্রতি সৌদি আরব থেকে লখনউ বিমানবন্দরে আসা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বিহারের এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। এরকম আরও কিছু ঘটনা ঘটেছে।

Image credits: social media

First Hydrogen Train: কবে থেকে দৌড়াবে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন?

প্যালেস্টাইনে পণবন্দি ছিলেন ১০ জন ভারতীয়, উদ্ধার করল ইজরায়েল সেনা

এলপিজি, বিমা, মিউচুয়াল ফান্ডে বদল, ১ মার্চ থেকে খরচ বাড়বে না কমবে?

Crop Top Styling Ideas Beyond: ক্রপ টপকে নানাভাবে স্টাইল করা যায়