জন্মদিনে একই সঙ্গে ৩ হাজার দরিদ্র শিশুকে পাত পেড়ে বসিয়ে খাওয়ালেন নীতা অম্বানি।
৬০ এ পা দিলেন রিলায়েন্স গ্রুপের সর্বেসর্বা মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানি। নিজের জন্মদিন সম্পূর্ণ অন্যভাবে উদযাপন করলেন তিনি।
জন্মদিনে অতিথি শিশুদের নিজের হাতে পরিবেশন করেন খাবার। তাদের হাতে তুলে দেন নানান উপহার।
অতিথি শিশুদের সঙ্গে নিজের জন্মদিনের কেকও শেয়ার করেন নীতা অম্বানি। তাদের নিজেই কেক খাইয়ে দেন তিনি।
রিলায়েন্সের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানান হয়েছে জন্মদিনে দেশের প্রায় ১ লক্ষ ৪০ হাজার মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে নীতা অম্বানির উদ্যোগে।
মিশন অন্নসেবার উদ্যোগে অম্বানিরা প্রায়ই দেশের অভুক্তদের কাছে খাবার পৌঁছে দেয়।
১৯৬৩ সালের ১ নভেম্বর মুম্বইতে জন্মগ্রহণ করেন নীতা অম্বানি। তিনি একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন।
বর্তমানে রিলায়েন্স গ্রুপের একাধিক কর্মকাণ্ডের সঙ্গ যুক্ত নীতা অম্বানি। যুক্ত বেশ কিছু সমাজসেবামূলক কাজের সঙ্গেও।
ইতিহাসের পাতায় ঠাই পাচ্ছে মুম্বাইয়ের কালি-পিলি, রবিবারই শেষ হচ্ছে সফর
Beggars India: দেশের মধ্যে ভিখারির সংখ্যা বাংলাতেই বেশি! বলছে রিপোর্ট
MP Election: মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী 'হনুমান', জানুন কে ইনি
বিদেশের মাটিতে একের পর শত্রু নিকেশ! RAW-এর কাজ? জল্পনা তুঙ্গে