সাংসদপদ খারিজের পর রাহুল গান্ধীর প্রথম সভা হতে পারে ১৬ এপ্রিল। কর্ণাটকের কোলারে হবে জনসভা ।
সাংসদ পদ খারিজের পর তাঁর জনসভা এই নিয়ে দ্বিতীয়বার স্থগিত হয়ে যায়। প্রথম সভার কথা ছিল ৫ এপ্রিল। পরবর্তীকালে ১০ এপ্রিল সভার হবে বলে ঘোষণা করা হয়েছিল।
২০১৯ সালে কোলারের জনসভা থেকেই রাহুল গান্ধীর 'সব চোরেদের পদবী কেন মোদী হয়' বিতর্কিত মন্তব্য। যার জন্য সাংসদ পদ গেছে তাঁর ।
জনসভা থেকে নীরব মোদী , ললিত মোদী ইস্যুতে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী এই মন্তব্য করেন।
তারপরই সুরাতে মামলা হয়। রাহুল গান্ধীকে মানহানির মামলায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে দেয় ম্যাজিস্ট্রেট আদালত। তাতেই সাংসদপদ খারিজ হয় কংগ্রেস নেতার।
সাংসদ পদ খুইয়ে রাহুল গান্ধীর কর্ণাটকের কোলার থেকেই প্রচার শুরু করার কথা। কিন্তু দ্বিতীয়বারের জন্য সভা স্থগিত হয়ে যায়।
কেসি বেনুগোপাল জানিয়েছেন, ১০ এপ্রিল দলের প্রার্থী বাছাইয়ের কাজ হবে। কংগ্রেস নেতা কর্মীরা ব্যবস্থ থাকবেন। আর সেই কারণেই রাহুল গান্ধীর সভা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।
কংগ্রেসের অভিযোগ রাহুল গান্ধীর সাংসদ পদ অবৈধভাবে খারিজ করা হয়েছে। ওয়েনাড থেকে তিনি ৭লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন।
কোলার থেকেই জয় ভারত কর্মসূচির সূচনা করবেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন সাংসদ পদ খারিজ হওয়ার পর এটাই রাহুলের প্রথম প্রকাশ্য সভা।
প্রথম সভা বাতিল হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহিশূর সফরের জন্য। তারপর দলীয় কাজের জন্য় সভা বাতিল হল রাহুলের।