India

পয়লা বৈশাখ রাহুলের সভা

সাংসদপদ খারিজের পর রাহুল গান্ধীর প্রথম সভা হতে পারে ১৬ এপ্রিল। কর্ণাটকের কোলারে হবে জনসভা ।

Image credits: PTI

দ্বিতীয়বার স্থগিত

সাংসদ পদ খারিজের পর তাঁর জনসভা এই নিয়ে দ্বিতীয়বার স্থগিত হয়ে যায়। প্রথম সভার কথা ছিল ৫ এপ্রিল। পরবর্তীকালে ১০ এপ্রিল সভার হবে বলে ঘোষণা করা হয়েছিল।

Image credits: PTI

কোলারের বিশেষত্ব

২০১৯ সালে কোলারের জনসভা থেকেই রাহুল গান্ধীর 'সব চোরেদের পদবী কেন মোদী হয়' বিতর্কিত মন্তব্য। যার জন্য সাংসদ পদ গেছে তাঁর ।

Image credits: PTI

আক্রমণ মোদীকে

জনসভা থেকে নীরব মোদী , ললিত মোদী ইস্যুতে নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী এই মন্তব্য করেন।

Image credits: PTI

সুরাতের আদালতে মামলা

তারপরই সুরাতে মামলা হয়। রাহুল গান্ধীকে মানহানির মামলায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ডে দেয় ম্যাজিস্ট্রেট আদালত। তাতেই সাংসদপদ খারিজ হয় কংগ্রেস নেতার।

Image credits: PTI

কোলার থেকেই প্রচার শুরু

সাংসদ পদ খুইয়ে রাহুল গান্ধীর কর্ণাটকের কোলার থেকেই প্রচার শুরু করার কথা। কিন্তু দ্বিতীয়বারের জন্য সভা স্থগিত হয়ে যায়।

Image credits: PTI

সভা স্থগিতের কারণ

কেসি বেনুগোপাল জানিয়েছেন, ১০ এপ্রিল দলের প্রার্থী বাছাইয়ের কাজ হবে। কংগ্রেস নেতা কর্মীরা ব্যবস্থ থাকবেন। আর সেই কারণেই রাহুল গান্ধীর সভা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

Image credits: SOCIAL MEDIA

৭ লক্ষ ভোটে জয়ী

কংগ্রেসের অভিযোগ রাহুল গান্ধীর সাংসদ পদ অবৈধভাবে খারিজ করা হয়েছে। ওয়েনাড থেকে তিনি ৭লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন।

Image credits: PTI

জয় ভারতসের সূচনা রাহুলের

কোলার থেকেই জয় ভারত কর্মসূচির সূচনা করবেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন সাংসদ পদ খারিজ হওয়ার পর এটাই রাহুলের প্রথম প্রকাশ্য সভা।

Image credits: PTI

প্রধানমন্ত্রীর জন্য সভা বাতিল

প্রথম সভা বাতিল হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মহিশূর সফরের জন্য। তারপর দলীয় কাজের জন্য় সভা বাতিল হল রাহুলের।

Image credits: PTI