India

দূষণে মুখ ঢেকেছে বিশ্ব

বিশ্বের সবথেকে দূষিত ১০টি শহরের তালিকা প্রকাশ। ভারতের বেশ কয়েকটি শহর রয়েছে সেই তালিকায়।

Image credits: Twitter

দাম্মাম

সৌদি আবের দাম্মাম বিশ্বের সবথেকে দূষিত শহর। বায়ু দূষণের সূচক ১২৪.১১।

Image credits: Wikipedia

লাহোর

বিশ্বের দ্বিতীয় দূষিত শহর পাকিস্তানের লাহর। বায়ু দূষণের মান ১১১.৬৩

Image credits: Wikipedia

ঢাকা

বিশ্বের তৃতীয় দূষিত শহর প্রতিবেশী বাংলাদেশের রাজধানী ঢাকা। সেখানে বায়ু দূষণের সূচক ৮৪.৭৩

Image credits: Wikipedia

দিল্লি

চতুর্থ দূষিত শহরের তালিকায় রয়েছে দিল্লি। ভারতের রাজধানী। বায়ু দূষণের মান ৮৪.৩০।

Image credits: Twitter

মুজাফ্ফরনগর

পঞ্চম স্থানে রয়েছে ভারতের আরও একটি শহর মুজাফ্ফরনগর। এই শহরে বায়ু দূষণের মান ৮১.৩৪

Image credits: Wikipedia

বাগদাদ

ইসলামের পবিত্র শহর বাগদাদ দূষণের তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে। বায়ু দূষণের মান ৭৭.৬২

Image credits: Wikipedia

গাজিয়াবাদ

সপ্তম স্থানে রয়েছে গাজিয়াবাদ। ভারতের আরও একটি শহরে বাড়ছে দূষণ। এই শহরে দূষণের মান ৭৪.৭২

Image credits: Wikipedia

পাটনা

দূষণের তালিকায় অষ্ঠম স্থানে ভারতের পাটনা। দূষণের মান ৬৭.২০।

Image credits: Wikipedia

হাপুর

নবমস্থানে রয়েছে হাপুর। এই শহরে দূষণের মান ৬৭.০২

Image credits: Wikipedia

পেশওয়ার

পাকিস্তানের পেশওয়ার দুষণের তালিকায় ১০ শহর। এই শহরে দূষণের মান ৬৬.১৫

Image credits: Wikipedia