World News

হামাদের অর্থের উৎস

কোথা থেকে অর্থ ও অস্ত্র পাচ্ছে হামাসরা। যা দিয়ে ইজরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।

Image credits: The times of israel

ইজরায়েলের বিরোধী জঙ্গি গোষ্ঠী

ইজরায়েলের বিরুধী জঙ্গি গোষ্ঠী হামাস। ইজরায়েলের বিরোধিতা করার জন্যই তৈরি হয়েছে হামাস সংগঠনের।

Image credits: freepik

হামাসদের টাকার উৎস

হামাসরা গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায়। তারা একসঙ্গি ৫ হাজার রকেট উৎক্ষেপণ করে। যাতে প্রায় বিধ্বস্ত হয় যায় ইজরায়েল। কিন্তু এই টাকার উৎস কোথা থেকে।

Image credits: freepik

ইরান সহথেকে বড় সাহায্যকারী দেশ

হামাসদের সাহায্যকারী দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের নাম থাকলেও সব থেকে বড় দেশ ইরান। অর্থ ও অস্ত্র দিয়ে হামাসদের সহযোগিতা করে যাচ্ছে।

Image credits: Getty

দ্বিতীয় দেশ কাতার

দ্বিতীয় সাহায্যকারী দেশ হিসেবে উঠে আসে কাতারের নাম। এই দেশও ইজরায়েলের বিরুদ্ধে হামাসদের অস্ত্র আর অর্থ দিয়ে সাহায্য করেছে।

Image credits: freepik

হামাসের গোপন নেটওয়ার্ক

আইসিস বা আল-কায়দার সঙ্গে আমেরিকা ও ইজরায়েল হামাসের তুলনা করেছে। দুটি দেশের দাবি গোপন নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি টাকা তুলছে হামাসরা।

Image credits: NBC Chicago

হামাসের অর্থ বন্ধের উদ্যোগ

ইজরায়েল হামাসের অর্থের যোগান বন্ধ করতে উদ্যোগী। হামাস ক্রিপ্টোকারেন্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বলেও অভিযোগ। একাধিক ক্রিপ্টো অ্যাকাউন্ট রয়েছে হামাসের নিয়ন্ত্রণে, দাবি ইজরায়েলের।

Image credits: Getty