কোথা থেকে অর্থ ও অস্ত্র পাচ্ছে হামাসরা। যা দিয়ে ইজরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে।
ইজরায়েলের বিরুধী জঙ্গি গোষ্ঠী হামাস। ইজরায়েলের বিরোধিতা করার জন্যই তৈরি হয়েছে হামাস সংগঠনের।
হামাসরা গত ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামলা চালায়। তারা একসঙ্গি ৫ হাজার রকেট উৎক্ষেপণ করে। যাতে প্রায় বিধ্বস্ত হয় যায় ইজরায়েল। কিন্তু এই টাকার উৎস কোথা থেকে।
হামাসদের সাহায্যকারী দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের নাম থাকলেও সব থেকে বড় দেশ ইরান। অর্থ ও অস্ত্র দিয়ে হামাসদের সহযোগিতা করে যাচ্ছে।
দ্বিতীয় সাহায্যকারী দেশ হিসেবে উঠে আসে কাতারের নাম। এই দেশও ইজরায়েলের বিরুদ্ধে হামাসদের অস্ত্র আর অর্থ দিয়ে সাহায্য করেছে।
আইসিস বা আল-কায়দার সঙ্গে আমেরিকা ও ইজরায়েল হামাসের তুলনা করেছে। দুটি দেশের দাবি গোপন নেটওয়ার্কের মাধ্যমে কোটি কোটি টাকা তুলছে হামাসরা।
ইজরায়েল হামাসের অর্থের যোগান বন্ধ করতে উদ্যোগী। হামাস ক্রিপ্টোকারেন্সের মাধ্যমে অর্থ সংগ্রহ করে বলেও অভিযোগ। একাধিক ক্রিপ্টো অ্যাকাউন্ট রয়েছে হামাসের নিয়ন্ত্রণে, দাবি ইজরায়েলের।