Bangla

এভারেস্টের থেকেও বড় পাহাড়

চমকে দেওয়ার মতই আবিষ্কার। সম্প্রতি একদল বিজ্ঞানী দাবি করেছেন মাউন্ট এভারেষ্টের তুলনায় তিন থেকে চার গুণ উঁচু পর্বত রয়েছে পৃথিবীতে।

Bangla

অ্যারিজোনার বিজ্ঞানীদের দাবি

বিবিসির খবর অনুযায়ী অ্যারিজোনার স্টেট এইনিভার্সিটির বিশেষজ্ঞরা এই দাবি করেছেন। তাদের দাবি অ্যান্টার্কটিকায় রয়েছে এই বিশালাকার পাহাড়।

Image credits: Getty
Bangla

মাউন্ট এভারেস্টের তুলনা

মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৮.৮ কিলোমিটার উঁচু। সেখানে নতুন এই পর্বত লম্বায় প্রায় ৩০ কিলোমিটার।

Image credits: Getty
Bangla

বিশাল পর্বতের অবস্থান

অ্যান্টার্কটিকার কোর ও মাল্টার মধ্যবর্তী এলাকায় রয়েছে এই পর্বত। এটি রয়েছে প্রায় ২৯০০ কিলোমিটার গভীরে।

Image credits: Getty
Bangla

বিজ্ঞানীদের কথায় রহস্যময় পাহাড়

বিজ্ঞানীরা বলেছেন 'পাহাড়ের মত কাঠামো দেখা গেছেয। যা সম্পূর্ণ রহস্যময়।' ভূমিকম্পের ডেটা না থাকায় এতদিন কিছু বুঝতে পারা যায়নি।

Image credits: Getty
Bangla

বিজ্ঞানীদের দাবি

অ্যান্টার্কটিকা থেকে ১০০০ও এর সিসমিক রেকর্ডিং বিশ্লেষণ করে ও হাই জেফিনিশন ইমেজিং পদ্ধতিতে অনুসন্ধান চলছে। এটি এভারেস্টের থেকে পাঁচ গুণ বড়। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই পাহাড়।

Image credits: Getty
Bangla

পাহাড়ের বিস্তার

এটি পুরুত্ব অর্থাৎ চওড়ায় কয়েক কিলোমিটার হতে পারে। প্রাথমিকভাবে বিজ্ঞানীদের অনুমান ১০ কিলোমিটার চওড়া এটি।

Image credits: Getty
Bangla

পর্বত গঠনের কারণ

বিজ্ঞানীরা মনে করছেন প্রাচীন কালেই এই পাহাড় তৈরি হয়েছিল। যখন পৃথিবীতে সমুদ্রের ভূত্বক তৈরি হয়েছিল তখন থেকেই এটি বর্তমান।

Image credits: Getty
Bangla

অন্য যুক্তি

টেকটোনিক প্লেটগুলি এই গ্রহের আবরণে স্খলিত হয়ে মূল-ম্যান্টল সীমানায় ডুবে যাওয়ার মাধ্যমে এই পাহাড় তৈরি হয়ে থাকতে পারে।

Image credits: Getty
Bangla

চিন্তার কারণ

তবে নতুন আবিষ্কার নিয়ে যথেষ্ট চিন্তিত বিজ্ঞানীরা। কারণে ভূমিকম্প নিয়ে রিসার্চ করতে গিয়ে এটি আবিষ্কার। তাই বিজ্ঞানীদের কথায় এর গঠন খুব একটা সহজ নয়।

Image credits: Getty

ধ্বংসের আশঙ্কা, ২০২২ ছিল বিশ্বের উষ্ণতম বছরগুলির মধ্যে অন্যতম

ওড়িশার ঐতিহ্যবাহী শাড়ি পরে ম্যানচেস্টার রেসে ভারতীয় মহিলা মধুস্মিতা

সূর্যের ভয়ঙ্কর ছবি! এক লক্ষ কিমি উঁচুতে ৮টা পৃথিবীর সমান লাভার ফোয়ারা

ফুঁটো হয়ে গেছে প্রশান্ত মহাসাগরের তলদেশ, বাড়ছে ভূমিকম্পের আশঙ্কা