চমকে দেওয়ার মতই আবিষ্কার। সম্প্রতি একদল বিজ্ঞানী দাবি করেছেন মাউন্ট এভারেষ্টের তুলনায় তিন থেকে চার গুণ উঁচু পর্বত রয়েছে পৃথিবীতে।
বিবিসির খবর অনুযায়ী অ্যারিজোনার স্টেট এইনিভার্সিটির বিশেষজ্ঞরা এই দাবি করেছেন। তাদের দাবি অ্যান্টার্কটিকায় রয়েছে এই বিশালাকার পাহাড়।
মাউন্ট এভারেস্টের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে ৮.৮ কিলোমিটার উঁচু। সেখানে নতুন এই পর্বত লম্বায় প্রায় ৩০ কিলোমিটার।
অ্যান্টার্কটিকার কোর ও মাল্টার মধ্যবর্তী এলাকায় রয়েছে এই পর্বত। এটি রয়েছে প্রায় ২৯০০ কিলোমিটার গভীরে।
বিজ্ঞানীরা বলেছেন 'পাহাড়ের মত কাঠামো দেখা গেছেয। যা সম্পূর্ণ রহস্যময়।' ভূমিকম্পের ডেটা না থাকায় এতদিন কিছু বুঝতে পারা যায়নি।
অ্যান্টার্কটিকা থেকে ১০০০ও এর সিসমিক রেকর্ডিং বিশ্লেষণ করে ও হাই জেফিনিশন ইমেজিং পদ্ধতিতে অনুসন্ধান চলছে। এটি এভারেস্টের থেকে পাঁচ গুণ বড়। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে এই পাহাড়।
এটি পুরুত্ব অর্থাৎ চওড়ায় কয়েক কিলোমিটার হতে পারে। প্রাথমিকভাবে বিজ্ঞানীদের অনুমান ১০ কিলোমিটার চওড়া এটি।
বিজ্ঞানীরা মনে করছেন প্রাচীন কালেই এই পাহাড় তৈরি হয়েছিল। যখন পৃথিবীতে সমুদ্রের ভূত্বক তৈরি হয়েছিল তখন থেকেই এটি বর্তমান।
টেকটোনিক প্লেটগুলি এই গ্রহের আবরণে স্খলিত হয়ে মূল-ম্যান্টল সীমানায় ডুবে যাওয়ার মাধ্যমে এই পাহাড় তৈরি হয়ে থাকতে পারে।
তবে নতুন আবিষ্কার নিয়ে যথেষ্ট চিন্তিত বিজ্ঞানীরা। কারণে ভূমিকম্প নিয়ে রিসার্চ করতে গিয়ে এটি আবিষ্কার। তাই বিজ্ঞানীদের কথায় এর গঠন খুব একটা সহজ নয়।