যদি আপনার সামনের চুলগুলো সাদা হয়, তাহলে কালার করার পরিবর্তে কভারআপ হেয়ার পাউডার ব্যবহার করতে পারেন। ২ সেকেন্ডেই আপনার সাদা চুল কালো হয়ে যাবে।
Image credits: Social media
Bangla
রুট কন্সিলার স্প্রে
তাড়াহুড়োয় চুল কালো করতে চাইলে রুট কন্সিলার স্প্রে ব্যবহার করতে পারেন। এতে চুলের ফাঁকা জায়গাও ভরাট দেখাবে।
Image credits: Social media
Bangla
আমলার গুঁড়োর মিশ্রণ
৪ চা চামচ আমলার গুঁড়ো নারকেল তেলে মিশিয়ে রান্না করুন এবং ঠান্ডা হলে ছেঁকে একটি বোতলে ভরে নিন। চুলে প্রায় ২ ঘন্টা মিশ্রণটি লাগিয়ে রাখুন। প্রায় ৪ সপ্তাহ ব্যবহার করতে হবে।
Image credits: Social media
Bangla
সরিষার তেল দিয়ে তৈরি করুন পেস্ট
গরম সরিষার তেলে (কাঁচা ঘানি) গুঁড়ো হলুদ কালো না হওয়া পর্যন্ত রান্না করুন। ঠান্ডা হলে তেল ছেঁকে নিন এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান।
Image credits: Social media
Bangla
মাস্কারা দিয়ে চুল হবে কালো
আপনার মাথায় যদি ২-৪ টি সাদা চুল থাকে তাহলে কালার লাগানোর পরিবর্তে মাস্কারা ব্যবহার করুন। এতে ২ সেকেন্ডেই চুল কালো হয়ে যাবে।