Bangla

সাদা চুল ঢাকার ৫ টি সহজ টিপস, কালার লাগবে না

Bangla

কভারআপ হেয়ার পাউডার

যদি আপনার সামনের চুলগুলো সাদা হয়, তাহলে কালার করার পরিবর্তে কভারআপ হেয়ার পাউডার ব্যবহার করতে পারেন। ২ সেকেন্ডেই আপনার সাদা চুল কালো হয়ে যাবে। 

Image credits: Social media
Bangla

রুট কন্সিলার স্প্রে

তাড়াহুড়োয় চুল কালো করতে চাইলে রুট কন্সিলার স্প্রে ব্যবহার করতে পারেন। এতে চুলের ফাঁকা জায়গাও ভরাট দেখাবে। 

Image credits: Social media
Bangla

আমলার গুঁড়োর মিশ্রণ

৪ চা চামচ আমলার গুঁড়ো নারকেল তেলে মিশিয়ে রান্না করুন এবং ঠান্ডা হলে ছেঁকে একটি বোতলে ভরে নিন। চুলে প্রায় ২ ঘন্টা মিশ্রণটি লাগিয়ে রাখুন। প্রায় ৪ সপ্তাহ ব্যবহার করতে হবে। 

Image credits: Social media
Bangla

সরিষার তেল দিয়ে তৈরি করুন পেস্ট

গরম সরিষার তেলে (কাঁচা ঘানি) গুঁড়ো হলুদ কালো না হওয়া পর্যন্ত রান্না করুন। ঠান্ডা হলে তেল ছেঁকে নিন এবং ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান।

Image credits: Social media
Bangla

মাস্কারা দিয়ে চুল হবে কালো

আপনার মাথায় যদি ২-৪ টি সাদা চুল থাকে তাহলে কালার লাগানোর পরিবর্তে মাস্কারা ব্যবহার করুন। এতে ২ সেকেন্ডেই চুল কালো হয়ে যাবে। 

Image credits: Social media

শাড়ি পরে হয়ে উঠুন আরও তন্নী, রইল ৫টি সহজ টিপস

কাচ বসানো ওড়নায় হয়ে উঠুন সুন্দরী, রইল কোন কোন পোশাকের সঙ্গে পরতে পরেন

বিয়েবাড়ি বা পার্টিতে এই ৫টি পার্স ব্যবহার করে তাক লাগিয়ে দিন

এই স্টাইলে শাড়ি পরলে ঢেকে যাবে পেটের ভুঁড়ি! পান ডিভা লুক