লক্ষ্মী পুজোয় কোথাও না কোথাও নিমন্ত্রণ থাকে। সেক্ষেত্রে এদিন পরতে পারেন মালাইকা আরোরার মতো এমন গোল্ডেন রঙের শাড়ি। এর সঙ্গে কানে শুধু পরুন ভারী দুল।
ট্রাই করতে পারেন করিশ্মা কাপুরের মতো এমন সাজ। সিলভার শাড়িতে সেজে উঠুন লক্ষ্মী পুজোর দিন।
পরতে পারেন জাহ্নবী কাপুরের মতো হালকা গোলাপী রঙের শাড়ি। এরসঙ্গে স্টোন ওয়ার্কের ব্লাউজ বেশ মানাবে। সঙ্গে গলায় পরুন হালকা জুয়েলারি।
শ্বেতা তিওয়ারি মতো এমন অফ হোয়াইট রঙের শাড়ি পরতে পারেন। কালো ব্লাউজের সঙ্গে এমন অফ হোয়াইট রঙের শাড়ি বেশ মানাবে।
কাজলের মতোও সাজতে পারেন পুজোর দিন। এমন সোনালী রঙের ব্লাউজ দিয়ে পরুন অফ হোয়াইট রঙের শাড়ি। এর সঙ্গে এমন ভাবে চুল বেঁধে নিন। সঙ্গে পরুন লাল টিপ।
গোলাপী শিফন শাড়ি পরতে পারেন এই দিন। কৃতির মতো এমন শাড়ি বেছে নিন। সঙ্গে প্রিন্টেড ব্লাউজ দিয়ে এমন শিফন শাড়ি লক্ষ্মী পুজোর দিন বেশ মানাবে।
সাদা শাড়ি পরতে পারেন। সঙ্গে টিমআপ করুন নীল ব্লাউজ। দিয়া মির্জার মতো এমন হ্যান্ডলুক শাড়ি বেছে নিন লক্ষ্মী পুজোর দিনের জন্য।
সাদা বা অফ হোয়াইট রঙ না পরতে চাইলে এমন সবুজ শাড়ি বেছে নিতে পারেন। মাধুরী দীক্ষিতের মতো এমন সবুজ সিল্ক বেছে নিতে পারেন।
আলিয়া ভাটের মতো সবুজ সিল্ক শাড়িও মানাবে লক্ষ্মী পুজোর দিন। এর সঙ্গে ছিমছাম সাজে নজর কাড়ুন সকলের।