Bangla

মালাইকা আরোরা

লক্ষ্মী পুজোয় কোথাও না কোথাও নিমন্ত্রণ থাকে। সেক্ষেত্রে এদিন পরতে পারেন মালাইকা আরোরার মতো এমন গোল্ডেন রঙের শাড়ি। এর সঙ্গে কানে শুধু পরুন ভারী দুল। 

Bangla

করিশ্মা কাপুর

ট্রাই করতে পারেন করিশ্মা কাপুরের মতো এমন সাজ। সিলভার শাড়িতে সেজে উঠুন লক্ষ্মী পুজোর দিন।

Image credits: Instagram
Bangla

জাহ্নবী কাপুর

পরতে পারেন জাহ্নবী কাপুরের মতো হালকা গোলাপী রঙের শাড়ি। এরসঙ্গে স্টোন ওয়ার্কের ব্লাউজ বেশ মানাবে। সঙ্গে গলায় পরুন হালকা জুয়েলারি। 

Image credits: instagram
Bangla

শ্বেতা তিওয়ারি

শ্বেতা তিওয়ারি মতো এমন অফ হোয়াইট রঙের শাড়ি পরতে পারেন। কালো ব্লাউজের সঙ্গে এমন অফ হোয়াইট রঙের শাড়ি বেশ মানাবে।

Image credits: instagram
Bangla

কাজল

কাজলের মতোও সাজতে পারেন পুজোর দিন। এমন সোনালী রঙের ব্লাউজ দিয়ে পরুন অফ হোয়াইট রঙের শাড়ি। এর সঙ্গে এমন ভাবে চুল বেঁধে নিন। সঙ্গে পরুন লাল টিপ।  

Image credits: Instagram
Bangla

কৃতি শ্যান

গোলাপী শিফন শাড়ি পরতে পারেন এই দিন। কৃতির মতো এমন শাড়ি বেছে নিন। সঙ্গে প্রিন্টেড ব্লাউজ দিয়ে এমন শিফন শাড়ি লক্ষ্মী পুজোর দিন বেশ মানাবে।

Image credits: Instagram
Bangla

দিয়া মির্জা

সাদা শাড়ি পরতে পারেন। সঙ্গে টিমআপ করুন নীল ব্লাউজ। দিয়া মির্জার মতো এমন হ্যান্ডলুক শাড়ি বেছে নিন লক্ষ্মী পুজোর দিনের জন্য।

Image credits: Instagram
Bangla

মাধুরী দীক্ষিত

সাদা বা অফ হোয়াইট রঙ না পরতে চাইলে এমন সবুজ শাড়ি বেছে নিতে পারেন। মাধুরী দীক্ষিতের মতো এমন সবুজ সিল্ক বেছে নিতে পারেন। 

Image credits: our own
Bangla

আলিয়া ভাট

আলিয়া ভাটের মতো সবুজ সিল্ক শাড়িও মানাবে লক্ষ্মী পুজোর দিন। এর সঙ্গে ছিমছাম সাজে নজর কাড়ুন সকলের। 

Image credits: our own

ঠাকুর দেখার ভিড়ে থাকুন টেনশন-ফ্রি, মেয়েরা ব্যাগে রাখুন কয়েকটা জিনিস

পুজোয় পান জেল্লাদার ত্বক, রইল বিশেষ কয়টি ঘরোয়া ফেসপ্যাকের হদিশ

শীত আসছে ধীর পায়ে, শুষ্ক ত্বকের যত্ন নিন এখনই-রইল টিপস

চুলে ও ত্বকে চটপট কোরিয়ান গ্লাস সাইন পেতে এভাবে কাজে লাগান দই