Bangla

বর্ষাকালে খালি পেটে খাওয়া উচিত নয় এমন ৬টি ফল

Bangla

আনারস

বর্ষাকালে খালি পেটে আনারস খাওয়া উচিত নয়। এটি পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে পেটে ব্যথা সৃষ্টি করতে পারে।

Image credits: Getty
Bangla

আম

বর্ষাকালে খালি পেটে আম খেলে শরীরে গ্লুকোজের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এছাড়াও ওজনও বাড়তে পারে।

Image credits: Getty
Bangla

কমলা

বর্ষাকালে খালি পেটে কমলা খেলে এর সাইট্রিক অ্যাসিড পেটে অম্লতা সৃষ্টি করে ফোলাভাবের দিকে নিয়ে যেতে পারে।

Image credits: Getty
Bangla

আঙ্গুর

প্রাকৃতিকভাবেই আঙ্গুরে চিনি বেশি থাকে, তাই বর্ষাকালে খালি পেটে খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে।

Image credits: Getty
Bangla

কলা

বর্ষাকালে খালি পেটে কলা খেলে পেটে গ্যাস, ফোলাভাব, অম্লতা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

সফেদা

সফেদা ফলে চিনি বেশি থাকে। তাই বর্ষাকালে খালি পেটে খেলে এর চিনি রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে।

Image credits: Getty
Bangla

গুরুত্বপূর্ণ টিপস

নাশপাতি, আপেলের মতো ফল বর্ষাকালে খালি পেটে খাওয়া যেতে পারে। তবে ডায়াবেটিস থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না।

Image credits: social media

নারকেল জল পানের পর এগুলি খাবেন না! দেখুন এক ঝলকে

বাড়িতেই তৈরি করুন ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কান্দা পোহা, রইল রেসিপি

রাতে ভিজিয়ে রাখা বাদাম সকালে খালি পেটে খাওয়া কি স্বাস্থ্যকর?

স্ট্রেস কমানোর খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি খাবার