Bangla

নারকেল জল পানের পর এগুলি খাবেন না!

নারকেলের জল পান করার পর জানেন কোন খাবারগুলো এড়িয়ে চলা উচিত? 

Bangla

চিনি

নারকেল জল পান করার পর অতিরিক্ত চিনিযুক্ত খাবার খাওয়া উচিত নয়। এতে শরীরে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

Image credits: Social media
Bangla

অতিরিক্ত চর্বিযুক্ত খাবার

নারকেল জল পান করার পর অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে হজমের সমস্যা হতে পারে।

Image credits: Getty
Bangla

নোনতা খাবার

নারকেল জল পান করার পর নোনতা খাবার খেলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

দুগ্ধজাত খাবার

নারকেল জল পান করার পর দুগ্ধজাত খাবার খাওয়া উচিত নয়। এতে বদহজম হতে পারে।

Image credits: Getty
Bangla

ক্যাফেইন

নারকেল জল পান করার পর ক্যাফেইন গ্রহণ না করাই ভালো। একসাথে খেলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।

Image credits: Getty
Bangla

ফল

নারকেল জল পান করার পরপরই ফল খেলে পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

Image credits: Getty
Bangla

অ্যালকোহল

নারকেল জল পান করার পর অ্যালকোহল পান করলে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে।

Image credits: social media

বাড়িতেই তৈরি করুন ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু কান্দা পোহা, রইল রেসিপি

রাতে ভিজিয়ে রাখা বাদাম সকালে খালি পেটে খাওয়া কি স্বাস্থ্যকর?

স্ট্রেস কমানোর খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি খাবার

দিনভর চনমনে থাকতে সকাল-সকাল সারুন হেলদি ব্রেকফাস্ট, রইল টিপস