Bangla

কাঁঠালের উপকার

শুধু স্বাদে নয়, উপকারের দিক থেকে কাঁঠাল যথেষ্ট সমৃদ্ধ। কিন্তু এর উপকার সম্পর্কে তেমন অবহিত নয় মানুষ। তাই শুধু স্বাদের জন্যই কাঁঠালের কথা ওঠে। কিন্তু এর মধ্য়ে রয়েছে বেশ কিছু গুণ।

Bangla

কাঁঠাল ফাইবার-সমৃদ্ধ ফল

কাঁঠাল ফাইবার-সমৃদ্ধ ফল। এই ফাইবারই হজম শক্তি ঠিক রাখতে সাহায্য করে। ফলে কাঁঠাল খেলে হজম শক্তি ঠিক থাকে এবং পেটও পরিষ্কার থাকে

Image credits: Getty
Bangla

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

কাঁঠালে রয়েছে সোডিয়াম এবং পটাসিয়াম। এই উপাদান শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকে ঠিক রাখে। এর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয় এই ফল হৃদযন্ত্র বাল রাখতেও সাহায্য করে

Image credits: Getty
Bangla

লোহিতকণিকার পরিমাণ বাড়ায়

রক্তাল্পতার মহৌষোধি হিসেবে কাজ করে কাঁঠাল। কাঁঠালে আয়রন থাকে যা রক্তে লোহিতকণিকার পরিমাণ বাড়ায়। রক্তাল্পতায় যাঁরা ভুগছেন তাঁদের তাই কাঁঠাল খাওয়া উচিত

Image credits: Getty
Bangla

ত্বকের ঔজ্জ্বল্য বাড়ায়

ত্বক ভাল রাখতেও কার্যকরী গ্রীষ্মের এই ফল। কাঁঠালে অ্যান্টি অক্সিড্য়ান্ট থাকার ফলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। বলিরেখাও কমে অনেকটাই

Image credits: Getty
Bangla

প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়

অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ ফল কাঁঠাল। এতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। কাঁঠাল খেলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এমনকী ক্যানসার এবং টিউমারের বিরুদ্ধেও শরীরে প্রতিরোধ গড়ে ওঠে।

Image credits: Getty
Bangla

আন্ডারওয়েটের সমস্যা দূর করে

কাঁঠালে রয়েছে ভিটামিন বি৬ এবং প্রচুর পরিমাণ ক্যালোরি। তাই যাঁরা আন্ডারওয়েটের সমস্যায় ভুগছেন তাঁরা কাঁঠাল খান এই গরমে। তবে এতে কোনও রকম কোলেস্টেরল নেই

Image credits: Getty
Bangla

ডায়াবিটিসে কাঁঠাল

ডায়াবিটিসের রোগীদের মিষ্টি খাওয়ার ইচ্ছে হলেও তা হয়ে ওঠে না। কাঁঠাল মিষ্টি হলেও ডায়াবিটিস বাড়ার সম্ভাবনা থাকে না। তাই। ডায়াটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়াবিটিস রোগীরা কাঁঠাল খেতে পারেন

Image credits: Getty
Bangla

গরমে কাঁঠাল খান

এই ফলে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। চোখ ভাল রাখতে ভিটামিন এ কতটা উপকারী সকলের জানা। তাই জমিয়ে এই গরমে কাঁঠাল খান।

Image credits: Getty

Monsoon Food: খিচুড়ি- ইলিশের সঙ্গে বাঙালির প্রিয় ১০টি বর্ষার খাবার

10 Healthy Benefits : রোজ টোমাটো খান, আর পান এই ১০ হেলথ বেনিফিট

১০ এমন ফল যা হজমের সমস্যা ও কনস্টিপেশন থেকে দেবে রেহাই

Highest Egg Production: পৃথিবীতে সবচেয়ে বেশি ডিম উৎপাদনকারী ১০টি দেশ