Bangla

অনেকের কাছেই অন্যতম প্রিয় খাবার পনির, কিন্তু আসল কি না জানবেন কীভাবে?

নকল পনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই কারণে আসল ও নকলের পার্থক্য বুঝতে পারা জরুরি।

Bangla

ঘ্রাণ ও স্বাদের মাধ্যমে আসল ও নকল পনিরের পার্থক্য সহজেই বোঝা সম্ভব

  • আসল পনিরে হালকা দুধের ঘ্রাণ ও মালাইয়ের স্বাদ থাকে
  • নকল পনিরে অদ্ভুত গন্ধ বা রাবারের মতো স্বাদ পাওয়া যায়
Image credits: Freepik
Bangla

আয়োডিনের মাধ্যমে সহজেই আসল ও নকল পনির পরীক্ষা করুন, পার্থক্য বুঝবেন

  • পনিরে কয়েক ফোঁটা আয়োডিন দিন
  • নীল রঙ হলে স্টার্চ মেশানো, অর্থাৎ নকল
  • আসল পনিরের রঙ অপরিবর্তিত থাকে
Image credits: Freepik
Bangla

দুধে ফুটিয়ে দেখুন, আসল ও নকল পনিরের পার্থক্য সহজেই বুঝতে পেরে যাবেন

  • পনির দুধে ৫ মিনিট ফুটিয়ে নিন
  • আসল পনির অপরিবর্তিত থাকবে
  • নকল পনির দুধ ফাটিয়ে দিতে পারে বা ফেনা তৈরি করবে
Image credits: Freepik
Bangla

আঁচে গরম করুন, আসল ও নকল পনিরের পার্থক্য স্পষ্ট হয়ে যাবে

  • পনির তাওয়ায় গরম করুন
  • আসল পনির হালকা বাদামি ও সুঘ্রাণযুক্ত হবে
  • নকল পনির গলে যাবে বা প্লাস্টিকের গন্ধ ছাড়বে
Image credits: Freepik
Bangla

গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন পনির, আসল কি না সহজেই বুঝতে পেরে যাবেন

  • পনির ১০ মিনিট গরম জলে ভিজিয়ে রাখুন
  • আসল পনির নরম হবে কিন্তু আকার একই থাকবে
  • নকল পনির জলে ছড়িয়ে যেতে পারে
Image credits: Freepik
Bangla

হাতে মিশিয়ে দেখুন, আসল ও নকল পনিরের পার্থক্য হাতে-নাতে ধরতে পারবেন

  • পনিরের টুকরো হাতে মেশান
  • আসল পনির মসৃণ। কিছুক্ষণ পর ভেঙে যাবে
  • নকল পনির রাবারের মতো টানটান থাকবে
Image credits: Freepik

১০ টাকার রুটি দিয়ে ৫০০ টাকার ৮ টি মিষ্টি তৈরি করে ফেলুন

বর্ষায় ডাল নষ্ট হয়ে যাচ্ছে? জানুন ডাল সংরক্ষণের ৭ উপায়

এই ১০ নিরামিষ খাবার ভিটামিন বি১২ সমৃদ্ধ, খেতে পারেন নিয়মিত

Mango: বাজারে গিয়ে আসল ও নকল ল্যাংড়া আম চিনবেন কী করে? জেনে নিন উপায়