Bangla

গ্রীষ্মকালে বাজারে গিয়ে আসল ও নকল ল্যাংড়া আম কীভাবে চিনবেন জেনে নিন

গ্রীষ্মকালে ল্যাংড়া আম খেতে ভালোবাসেন? বাজারে গিয়ে কীভাবে আসল ল্যাংড়া আম চিনবেন জেনে নিন।

Bangla

আসল ও নকল ল্যাংড়া আমের গন্ধ আলাদা হয়, ফলে সহজেই চিহ্নিত করা সম্ভব

  • পাকা বা কাঁচা, ল্যাংড়া আমের রঙ প্রায়ই সবুজ থাকে। আসল পাকা ল্যাংড়া আম মিষ্টি ও ঘন সুবাস ছড়ায়, যা নকল ল্যাংড়া আমে থাকে না।
Image credits: Pinterest
Bangla

আসল ও নকল ল্যাংড়া আমের খোসা দেখেও সহজেই আলাদা করে চিহ্নিত করা যায়

  • কৃত্রিমভাবে পাকানো ল্যাংড়া আম প্রায়ই খুব পিচ্ছিল হয়। আসল ল্যাংড়া আমের ছালে হালকা আর্দ্রতা বা সাদা গুঁড়ো থাকতে পারে।
Image credits: Pinterest
Bangla

লম্বা-চ্যাপ্টা আকার দেখেও আসল ও নকল ল্যাংড়া আম চিহ্নিত করা সম্ভব

  • ল্যাংড়া আমের আকার কিছুটা লম্বা ও চ্যাপ্টা হয়। খুব বড়, গোল বা ভারী আম অন্য জাতের হতে পারে।
Image credits: Pinterest
Bangla

গায়ে দাগ-ছোপ থাকলে ভয় নেই, আসল ল্যাংড়া আম সবসময় এরকমই হয়

  • আসল পাকা ল্যাংড়া আমে কিছু কালো বা বাদামী দাগ থাকা স্বাভাবিক। একইরকম রঙ থাকলে রাসায়নিকে পাকানো হতে পারে।
Image credits: Pinterest
Bangla

আসল ল্যাংড়া আম সবসময় নরম হয়, হাল্কা চাপ দিলেই ভিতরে আঙুল ঢুকে যায়

  • হালকা চাপ দিলে আসল ল্যাংড়া আম কিছুটা নরম লাগবে। খুব শক্ত বা আঠালো লাগলে, আমটি কাঁচা বা জোর করে পাকানো।
Image credits: Pinterest
Bangla

আসল ল্যাংড়া আমের গায়ে আঁশ থাকে এবং মালাইয়ের মতো নরম ও রসালো হয়ে থাকে

  • আসল ল্যাংড়া আমে আঁশ কম এবং এটি মালাইয়ের মতো নরম ও রসালো হয়। স্বাদে হালকা টক ও প্রচুর মিষ্টি।
Image credits: Pinterest

চোখের দৃষ্টিশক্তি বাড়াতে চান? ডায়েটে যোগ করুন এই খাবারগুলো

কাঁচা আমের ৬ সুপারহিট রেসিপি: গরমে দুর্দান্ত লাগবে আপনার

Healthy Food: বাচ্চাদের টিফিনে মজাদার কিছু দিতে চাইছেন? রইল চটজলদি খাবার বানানোর রেসিপি

রইল কাঁঠাল কাটার ৬ টিপস, চটচটে ভাব দূর করুন ১০ মিনিটে