Bangla

কাজু বরফি

 বাড়িতে অতিথি এলে যদি পরিবেশন করতে পারেন নিজের হাতে বানানো মিষ্টি, তাহলে তো আপনার জন্য প্রশংসা শিরোধার্য।

Bangla

কাজু বরফি

অতিথিদের পরিবেশন করার জন্য শীতের আগেই শিখে ফেলুন বাড়িতে কাজু বরফি বানানোর রেসিপি।

Image credits: Our own
Bangla

কাজু বরফি

 অতি সহজে কাজু বরফি তৈরি করার জন্য কী কী উপকরণ দরকার হবে, জেনে নিন।

Image credits: Our own
Bangla

উপকরণ লাগবে:

কাজুবাদাম, দুধ, চিনি, জল, এলাচ ও কেশর।

Image credits: Our own
Bangla

প্রণালী:

প্রথমে মিক্সি মেশিনে কাজুবাদামগুলো গুঁড়ো করে নিন।

Image credits: Our own
Bangla

প্রণালী:

একটি বড় পাত্র নিয়ে নিন। এবার ওই পাত্রটি গ্যাসে বসিয়ে জল দিয়ে ভালো করে গরম করে নিন।

Image credits: Our own
Bangla

প্রণালী:

গরম জলের মধ্যে পরিমাণমতো চিনি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে রস বানিয়ে নিন।

Image credits: Our own
Bangla

প্রণালী:

এরপর ওই রসের মধ্যে কাজুবাদামের পাউডার গুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর ভালো করে মিশ্রণটি ফোটাতে থাকুন।

Image credits: Our own
Bangla

প্রণালী:

মিশ্রণটির মধ্যে অল্প পরিমাণে দুধ মিশিয়ে নিন। এরপর অল্প পরিমাণে এলাচ গুড়ো এবং কেশর দিয়ে দিন।

Image credits: Our own
Bangla

প্রণালী:

মিশ্রণটি একটি পাত্রের মধ্যে ভালো করে চ্যাপ্টা করে লাগিয়ে দিন। এরপর বরফির আকারে কেটে ওপরে কেশর ছড়িয়ে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু কাজু বরফি।

Image credits: Our own

গোলাপ জামুন থেকে সন্দেশ- এই কয় ধরনের মিষ্টি দিয়ে সাজান ভাইফোঁটার প্লেট

খাঁটি সরষের তেল চিনুন ৪ সহজ উপায়ে

চিকেন কি কোলেস্টেরল বাড়তে সাহায্য করে!

উৎসবের মরশুমে দেখে নেওয়া যাক দিল্লির বিখ্যাত কিছু খাওয়ার