Food

কাজু বরফি

 বাড়িতে অতিথি এলে যদি পরিবেশন করতে পারেন নিজের হাতে বানানো মিষ্টি, তাহলে তো আপনার জন্য প্রশংসা শিরোধার্য।

Image credits: Our own

কাজু বরফি

অতিথিদের পরিবেশন করার জন্য শীতের আগেই শিখে ফেলুন বাড়িতে কাজু বরফি বানানোর রেসিপি।

Image credits: Our own

কাজু বরফি

 অতি সহজে কাজু বরফি তৈরি করার জন্য কী কী উপকরণ দরকার হবে, জেনে নিন।

Image credits: Our own

উপকরণ লাগবে:

কাজুবাদাম, দুধ, চিনি, জল, এলাচ ও কেশর।

Image credits: Our own

প্রণালী:

প্রথমে মিক্সি মেশিনে কাজুবাদামগুলো গুঁড়ো করে নিন।

Image credits: Our own

প্রণালী:

একটি বড় পাত্র নিয়ে নিন। এবার ওই পাত্রটি গ্যাসে বসিয়ে জল দিয়ে ভালো করে গরম করে নিন।

Image credits: Our own

প্রণালী:

গরম জলের মধ্যে পরিমাণমতো চিনি দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে রস বানিয়ে নিন।

Image credits: Our own

প্রণালী:

এরপর ওই রসের মধ্যে কাজুবাদামের পাউডার গুলো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর ভালো করে মিশ্রণটি ফোটাতে থাকুন।

Image credits: Our own

প্রণালী:

মিশ্রণটির মধ্যে অল্প পরিমাণে দুধ মিশিয়ে নিন। এরপর অল্প পরিমাণে এলাচ গুড়ো এবং কেশর দিয়ে দিন।

Image credits: Our own

প্রণালী:

মিশ্রণটি একটি পাত্রের মধ্যে ভালো করে চ্যাপ্টা করে লাগিয়ে দিন। এরপর বরফির আকারে কেটে ওপরে কেশর ছড়িয়ে দিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু কাজু বরফি।

Image credits: Our own