Bangla

সরষের তেল স্বাস্থ্যের পাশাপাশি ত্বক ও চুলের জন্যও উপকারী।

Bangla

ভেজাল তেল

সরষের তেল আমাদের স্বাস্থ্য ও ত্বকের জন্য যতটাই উপকারী ভেজাল তেল ততটাই ক্ষতিকারক এবং বিপজ্জনক!

Image credits: Getty
Bangla

আসল ও নকল সরষের তেল

সহজ উপায়ে জেনে নিতে পারেন যেগুলির সাহায্যে আসল ও নকল সরষের তেল তিনতে সুবিধা হবে

Image credits: Getty
Bangla

ফ্রিজে রাখুন

সরষের তেল কেনার পর একটি পাত্রে রেখে সেটিকে ফ্রিজে রাখুন। তেলে কোনও প্রকার ভেজাল থাকলে তা জমে যাবে। ফ্রিজে রাকলেও খাঁটি সরষের তেল একই রকম থাকবে।

Image credits: Getty
Bangla

হাতের তালুতে ঘষে পরীক্ষা

হাতের তালুতে দুই-এক ফোঁটা তেল ফেলে ঘষে দেখুন। তেলের রং চলে গেলে বুঝতে হবে ওই তেলে ভেজাল আছে।

Image credits: Getty
Bangla

রঙের মাধ্যমে চিহ্নিত করুন

সরষের তেলের রং খুব ঘন এবং গাঢ় হয়। তবে তেলে হালকা হলুদ রং দেখলে তাতে ভেজাল থাকার সম্ভাবনা রয়েছে।

Image credits: Getty
Bangla

নাইট্রিক অ্যাসিড টেস্ট

এজন্য একটি টেস্টটিউবে ৫ গ্রাম সরষের তেল নিন। এবার এতে নাইট্রিক অ্যাসিড মেশান। এরপর টেস্টটিউবটি কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

Image credits: Getty
Bangla

নাইট্রিক অ্যাসিড টেস্ট

নাইট্রিক অ্যাসিড টেস্টে নকল সরষের তেলের রং সঙ্গে সঙ্গে লাল হতে শুরু করবে। পাশাপাশি আসল সরষের তেল কিছুটা কমলা বা গাঢ় হলুদ দেখাবে।

Image credits: Getty

চিকেন কি কোলেস্টেরল বাড়তে সাহায্য করে!

উৎসবের মরশুমে দেখে নেওয়া যাক দিল্লির বিখ্যাত কিছু খাওয়ার

EGG: বাড়িতে ৩০ দিন পর্যন্ত ডিম ভাল রাখার সহজ উপায়, শীতকালে ট্রাই করুন

Pepper X- আবিষ্কার হল বিশ্বের সব থেকে ঝাল লঙ্কা, নাম উঠল গিনিস বুকে