Food

ছোলে বাটুরে

দিল্লির খাওয়ার সম্মন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় দিল্লির ছোলে বাটুরের কথা। গরম গরম বাটোরার সঙ্গে মশলাদার ছোলের দারুণ কম্বিনেশন সারা ভারতে বিখ্যাত।

Image credits: Getty

চাট

দিল্লির স্ট্রিট ফুডের কথা বলতে গেলে দিল্লির চাটের কথা বলতেই হয়। টিক্কি, দই বড়া, আলু চাট, ছোলা চাট আর তার সঙ্গে তেতুল, পুদিনার চাটনি অসাধারণ কম্বিনেশন।

Image credits: Getty

পরোটা

পুরনো দিল্লি মানেই চাঁদনিচকের পরোটা। আলু, মুলো-সহ নানা ধরণের স্টাফিং দেওয়া পরোটা পুরনো দিল্লির এক বিশেষত্ব। এই পরোটার সঙ্গে থাকে বাটার ও আঁচার।

Image credits: Getty

মটর কুলচা

মটর কুলচা দিল্লির নানা বিখ্যাত খাবারের মধ্যে অন্যতম। মটরের ঘুঘনির সঙ্গে পুরভরা মোটা কুলচা দিল্লির সিগনেচার ফুডের একটা।

Image credits: Getty

কচুরি-সবজি

উত্তর ভারতের কচুরির সঙ্গে বাংলার কচুরির বেশ খানিকটা তফাঁৎ থাকছে। পুরু পুর ভরা অপেক্ষাকৃত ছোট সাইজের এই কচুরি দিল্লির অন্যতম বিখ্যাত খাওয়ার।

Image credits: Getty

কাবাব

পুরনো দিল্লির জামা মসজিদ এলাকা মানেই নানা ধরণের কাবাবের সমাহার। সামি কাবাব, সুতা কাবাব, গলৌটি কাবাব, শিক কাবাবের মতো নানা কাবাব ও সঙ্গে রুমালি রুটির কম্বিনেশন দিল্লির বিখ্যাত।

Image credits: Getty