সুজি- ১ কাপ, দই- ১/২ কাপ, চিনি- ২ টেবিল চামচ, দুধ- ১/২ কাপ, বেকিং পাউডার- ১/২ চা চামচ, বেকিং সোডা- ১/৪ চা চামচ, ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ, ঘি বা তেল- ভাজার জন্য
Image credits: Freepik
Bangla
টপিং করার জন্য
গলানো ডার্ক বা মিল্ক চকলেট, রঙিন স্প্রিঙ্কলস বা নারকেলের বুরাদা
Image credits: Freepik
Bangla
সুজি ডোনাটের ব্যাটার বানান
একটি পাত্রে সুজি, দই এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। দুধ ঢেলে মসৃণ ব্যাটার তৈরি করুন। এতে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স মেশান। ১০ মিনিট ঢেকে রাখুন।
Image credits: Freepik
Bangla
ডোনাট বানান
হাতে তেল লাগিয়ে ব্যাটার থেকে ছোট ছোট বল বানান, মাঝখানে গর্ত করুন এবং ডোনাটের আকার দিন। ডোনাট মোল্ড থাকলে তাতেও ব্যাটার ঢেলে দিতে পারেন।
Image credits: Freepik
Bangla
ডোনাট ভাজুন
কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ডোনাটগুলো সোনালি করে ভেজে নিন। টিস্যু পেপারে তুলে নিন।
Image credits: Freepik
Bangla
টপিং করুন
ডোনাটগুলো গলানো চকলেটে ডুবিয়ে নিন। উপরে স্প্রিঙ্কলস বা নারকেলের বুরাদা ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।