Bangla

বাচ্চারা অস্বাস্থ্যকর ডোনাট খেতে চায়? ঝটপট বানিয়ে দিন সুজি ডোনাট

বাচ্চারা যখন অস্বাস্থ্যকর ডোনাট খেতে চায়, তখন ঘরে বানিয়ে দিন সুস্বাদু ও স্বাস্থ্যকর সুজি ডোনাট।
Bangla

সুজি ডোনাটের উপকরণ

সুজি- ১ কাপ, দই- ১/২ কাপ, চিনি- ২ টেবিল চামচ, দুধ- ১/২ কাপ, বেকিং পাউডার- ১/২ চা চামচ, বেকিং সোডা- ১/৪ চা চামচ, ভ্যানিলা এসেন্স- ১/২ চা চামচ, ঘি বা তেল- ভাজার জন্য

Image credits: Freepik
Bangla

টপিং করার জন্য

গলানো ডার্ক বা মিল্ক চকলেট, রঙিন স্প্রিঙ্কলস বা নারকেলের বুরাদা

Image credits: Freepik
Bangla

সুজি ডোনাটের ব্যাটার বানান

একটি পাত্রে সুজি, দই এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। দুধ ঢেলে মসৃণ ব্যাটার তৈরি করুন। এতে বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স মেশান। ১০ মিনিট ঢেকে রাখুন।

Image credits: Freepik
Bangla

ডোনাট বানান

হাতে তেল লাগিয়ে ব্যাটার থেকে ছোট ছোট বল বানান, মাঝখানে গর্ত করুন এবং ডোনাটের আকার দিন। ডোনাট মোল্ড থাকলে তাতেও ব্যাটার ঢেলে দিতে পারেন।

Image credits: Freepik
Bangla

ডোনাট ভাজুন

কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ডোনাটগুলো সোনালি করে ভেজে নিন। টিস্যু পেপারে তুলে নিন।

Image credits: Freepik
Bangla

টপিং করুন

ডোনাটগুলো গলানো চকলেটে ডুবিয়ে নিন। উপরে স্প্রিঙ্কলস বা নারকেলের বুরাদা ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।

Image credits: Freepik

বাড়িতেই সহজে বানিয়ে নিন ছাতু, দেখে নিন রেসিপি

Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে মোতিচুরের লাড্ডু করবেন? জানুন পদ্ধতি

রইল বিশ্বের সেরা ১০ দামি খাবারের কথা, যার একটার দাম ২.৬ কোটি টাকা

ডায়াবিটিস রোগীরাও খেতে পারবেন! এই ময়দা-চিনি ছাড়া স্পেশাল গুঁজিয়া