Bangla

আসল খাঁটি ঘি চেনার সহজ উপায়; রইল কিছু ঘরোয়া টিপস

Bangla

ঘি

আপনি যে ঘি কিনছেন তা আসল না নকল? এই প্রতিবেদন থেকে তা জেনে নিতে পারেন।

Image credits: Getty
Bangla

হাতের তালুতে পরীক্ষা

সামান্য ঘি হাতের তালুতে নিন। আসল ঘি হলে তা শরীরের তাপমাত্রায় গলে যাবে। নকল হলে তা জমাট বেঁধে থাকবে।

Image credits: Getty
Bangla

জল দিয়ে পরীক্ষা

এক গ্লাস জলে সামান্য ঘি দিন। আসল ঘি হলে তা জলে ভাসবে। যদি নকল হয় তবে তা জলের নিচে ডুবে যাবে।

Image credits: Getty
Bangla

গন্ধ দিয়ে পরীক্ষা

আসল ঘিয়ের একটি তীব্র এবং সতেজ গন্ধ থাকে। ভেজাল ঘিয়ের ক্ষেত্রে এই গন্ধ পাওয়া যায় না।

Image credits: Getty
Bangla

ফ্রিজে রেখে পরীক্ষা

গরম ঘি ফ্রিজে রেখে কিছুক্ষণ পর দেখলে যদি উপরে আলাদা স্তর দেখা যায়, তবে বুঝবেন সেটি নকল।

Image credits: Getty
Bangla

রঙ দেখে পরীক্ষা

খাঁটি ঘি সাধারণত সোনালি বা হালকা হলুদ রঙের হয়। যদি রঙ অস্বাভাবিক বা পরিবর্তিত মনে হয়, তবে তা নকল হতে পারে।

Image credits: Getty

ব্রেকফাস্টে এই খাবারগুলি একদমই খাবেন না

ডিম খাওয়ার আটটি আশ্চর্যজনক উপকারিতা, জানুন এক ঝলকে

রোজ ভাত ও রুটি খেলে কি ওজন বাড়ে, জেনে নিন বিস্তারিত

আসল বা খাঁটি ও নকল ঘি চেনার সহজ কিছু টিপস