তেষ্টা মেটাতে নরম পানীয়ের ওপর ভরসা করেন। তবে, জানেন কি নরম পানীয়ে আছে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া। মিলল চাঞ্চল্যকর তথ্য
রাস্তার ধারে বিক্রি হওয়া মুখরোচক, চটজলজি তৈরি করা খবারের চেয়ে বেশি ক্ষতিকারক ব্যাক্টেরিয়া মিলল নরম পানীয়ে।
যত ধরনের ব্যাক্টেরিয়া আছে তার মধ্যে ৪১ শতাংশের অস্তিত্ব আছে সোডা ফাউন্টেনের জলে
সোডা জল রাখার যে যন্ত্র, তার মুখেও ব্যাক্টেরিয়া আনাগোনা করে।
সমীক্ষায় বলা হয়েছে, রেস্তোরাঁয় ব্যবহৃত জলের কলেও ২০ শতাংশ ব্যাক্টেরিয়া আছে।
লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।
লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সমীক্ষার প্রধান টমাস হিল বলেন, পেটের সমস্যার ক্ষেত্রে খাবারের মান নিয়ে আমরা যতটা চিন্তা করি, এই ধরনের সাধারণ বিষয়গিলো নিয়ে কুব একটা ভাবি না।
তেমনই সস ডিসপেনসারের মুখে ম্যাগটের অস্তিত্ব মিলেছে আগেই।
এই সকল ব্যাক্টেরিয়া সংক্রমণ থেকে বাঁচতে মেশিনগুলো পরিষ্কার করা প্রয়োজন।
জলের গুণগত মান পরীক্ষা করে তবে পানীয় তৈরি করা উচিত।