Bangla

নরম পানীয়ে ব্যাক্টেরিয়া

তেষ্টা মেটাতে নরম পানীয়ের ওপর ভরসা করেন। তবে, জানেন কি নরম পানীয়ে আছে ক্ষতিকারক ব্যাক্টেরিয়া। মিলল চাঞ্চল্যকর তথ্য

Bangla

ক্ষতিকারক ব্যাক্টেরিয়া

রাস্তার ধারে বিক্রি হওয়া মুখরোচক, চটজলজি তৈরি করা খবারের চেয়ে বেশি ক্ষতিকারক ব্যাক্টেরিয়া মিলল নরম পানীয়ে।

Image credits: pixabay
Bangla

সোডা ফাউন্টেনের জলে ব্যাক্টেরিয়া

যত ধরনের ব্যাক্টেরিয়া আছে তার মধ্যে ৪১ শতাংশের অস্তিত্ব আছে সোডা ফাউন্টেনের জলে

Image credits: pixabay
Bangla

সোডা জল রাখার যন্ত্র

সোডা জল রাখার যে যন্ত্র, তার মুখেও ব্যাক্টেরিয়া আনাগোনা করে।

Image credits: pixabay
Bangla

জলের কলে ব্যাক্টেরিয়া

সমীক্ষায় বলা হয়েছে, রেস্তোরাঁয় ব্যবহৃত জলের কলেও ২০ শতাংশ ব্যাক্টেরিয়া আছে।

Image credits: pixabay
Bangla

লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষণা

লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য।

Image credits: pixabay
Bangla

গবেষণার তথ্য

লোমা লিন্ডা বিশ্ববিদ্যালয়ের গবেষক ও সমীক্ষার প্রধান টমাস হিল বলেন, পেটের সমস্যার ক্ষেত্রে খাবারের মান নিয়ে আমরা যতটা চিন্তা করি, এই ধরনের সাধারণ বিষয়গিলো নিয়ে কুব একটা ভাবি না।

Image credits: pixabay
Bangla

সস ডিসপেনসারে ব্যাক্টেরিয়া

তেমনই সস ডিসপেনসারের মুখে ম্যাগটের অস্তিত্ব মিলেছে আগেই।

Image credits: pixabay
Bangla

মেশিনগুলো পরিষ্কার করুন

এই সকল ব্যাক্টেরিয়া সংক্রমণ থেকে বাঁচতে মেশিনগুলো পরিষ্কার করা প্রয়োজন।

Image credits: Pexel
Bangla

জলের গুণগত মান

জলের গুণগত মান পরীক্ষা করে তবে পানীয় তৈরি করা উচিত।

Image Credits: Pexel