Bangla

চাল রান্নার আগে অবশ্যই এটি করুন! না হলে বিপদ!

ভাত রান্না করার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

Bangla

চাল কেন ধোয়া ছাড়াই রান্না করা উচিত নয়?

চাল রান্নার আগে ভালো করে না ধুলে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। সেগুলো কী কী, তা এখানে দেখে নেওয়া যাক।

Image credits: Getty
Bangla

স্বাস্থ্যগত সমস্যা

চালে ধুলো, ময়লা, জীবাণু থাকায় শরীরে গেলে নানা রোগ হতে পারে। বিশেষ করে অ্যালার্জি এবং হজমের সমস্যা।

Image credits: Getty
Bangla

স্বাদের পরিবর্তন

চাল না ধুয়ে রান্না করলে স্বাদ বদলে যায়। অদ্ভুত গন্ধ বা তিতা স্বাদ তৈরি হয়। এর ফলে খেতেও ইচ্ছা করে না।

Image credits: Getty
Bangla

আঠালো ভাব

চাল না ধুয়ে রান্না করলে সেদ্ধ হতে বেশি সময় লাগে। এছাড়াও ভাত ভেজা ভেজা বা আঠালো হয়ে যায়।

Image credits: Getty
Bangla

পাচন কষ্টকর

চাল না ধুয়ে রান্না করলে ভাত ভালোভাবে সেদ্ধ হয় না। এটি খেলে হজম করতে খুব কষ্ট হয়।

Image credits: Getty
Bangla

কতবার ধোয়া উচিত

চাল রান্নার আগে দুই থেকে তিনবার পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। এটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

Image credits: Getty
Bangla

এটিও গুরুত্বপূর্ণ

চাল ধোয়ার পর প্রায় ১০ মিনিট ভিজিয়ে রেখে তারপর রান্না করতে হবে। তাহলেই ভাত তাড়াতাড়ি সেদ্ধ হবে। নষ্টও হবে না।

Image credits: Getty

সাবুদানার খিচুড়ি ঘরে বানানোর সহজ রেসিপি, জানুন এক ঝলকে

চুল মজবুত করার প্রোটিন সমৃদ্ধ খাবার, রইল হদিশ

কিডনির স্বাস্থ্যের জন্য উপকারি ফল, জানুন এক ঝলকে

কলার চেয়ে বেশি পটাশিয়াম রয়েছে এই খাবারগুলিতে, জানুন এক ঝলকে