Bangla

পুষ্টির জোগান

কলায় আছে ভিটামিন সি, ভিটামিন বি ৬-এ পূর্ণ। তেমনই পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ডায়েটারি ফাইবারের মতো পুষ্টিগুণ। যা শরীরে পুষ্টির অভাব দূর করে।

Bangla

এনার্জি বৃদ্ধি করে

এনার্জি বৃদ্ধি করতে চাইলে নিয়ম করে কলা খান।

Image credits: Our own
Bangla

হজম ক্ষমতা উন্নত করে

হজম ক্ষমতা উন্নত করত করে নিয়ম করে কালা খান। পেটের সমস্যা দূরে করে কলা।

Image credits: Our own
Bangla

হার্ট ভালো রাখে

নিয়ম করে কলা খেলে ব্লাড প্রেসার থাকে নিয়ন্ত্রণে। এতে হার্ট ভালো থাকে।

Image credits: Our own
Bangla

মানসিক স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে নিয়ম করে কলা খান। এতে থাকা সেরোনিন নাম উপাদান মানসিক স্বাস্থ্যের ওফর খারাপ প্রভাব ফেলে।

Image credits: Our own
Bangla

হাড় শক্ত করে

পটাসিয়ামে পরিপূর্ণ কলা হাড় শক্ত করে। নিয়ম করে কলা খান।

Image credits: Getty
Bangla

পেটের স্বাস্থ্য ভালো রাখে

ফাইবারে পরিপূর্ণ কলা পেটের স্বাস্থ্য ভালো রাখে। এতে আছে প্রোবায়োটিক উপাদান। যা বেশ উপকারী।

Image credits: Our own
Bangla

অম্বলের সমস্যা

অম্বলের সমস্যা দূর করতে নিয়মিত কলা খান। এটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে।

Image credits: Our own
Bangla

ওজন কমাতে

কলাতে ক্যালোরিতে খুব কম পরিমাণে থাকে। নিয়ম করে কলা খেলে মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

মস্তিষ্কের জন্য উপকারী

মস্তিষ্কের জন্য উপকারী কলা। এতে থাকা ভিটামিন বি ৬ মস্তিষ্কের ওপর ভালো প্রভাব ফেলে থাকে।

Image credits: Getty

ওজন কমাতে ভরসা রাখুন সবজির ওপর, সঙ্গে মানুন কিছু টোটকা

বাড়ি বসেই নিয়ন্ত্রণ করা সম্ভব হাই ব্লাড প্রেসারের সমস্যা

দাঁতের যত্ন নিতে সঠিকভাবে ব্যবহার করুন টুথব্রাশ

তীব্র দাবদাহ থেকে নিজেকে সুস্থ রাখার ১০ উপায়