Bangla

ব্রোকলি

খেতে পারেন ব্রোকলি। এই সবজিতে আছে ভিটামিন এ, সি, ই, কে। ১০০ গ্রাম ব্রোকলিতে মাত্র ৩৪ ক্যালোরি থাকে। গবেষণায় দেখা গিয়েছে, নিয়ম করে এই সবজি খেলে দ্রুত কমে বাড়তি মেদ।

Bangla

ক্যাপসিকাম

খেতে পারেন ক্যাপসিকাম। এটি ভিটামিন সি-তে পূর্ণ। ১০০ গ্রাম ক্যাপসিকামে মাত্র ৪০ ক্যালোরি থাকে। এটি ওজন কমাতে বেশ উপকারী।

Image credits: Getty
Bangla

শসা

ওজন কমানোর সময় সব থেকে উপকারী হল শসা। দিনে ২ টি করে শসা খান। শসা খেলে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে। ২০-র বেশি ক্যালোরি নেই শসাতে। এটি ওজন কমায় দ্রুত।

Image credits: Getty
Bangla

শাক

ওজন কমাতে ভরসা রাখতে পারেন শাকের ওপর। খেতে পারেন পালং শাক, কলমি শাক, ধনেপাতা, সেলারি, লেটুসের মতো শাক। এগুলো আয়রন, ফোলেট, পটাসিয়াম, ম্যাঙ্গানিজ পূর্ণ।

Image credits: Getty
Bangla

অ্যভোকাডো

নিয়ম করে খেতে পারেন অ্যাভোকাডো। এটি ভিটামিন ডি-র অভাব পূরণ করে। সঙ্গে দ্রুত কমে শরীরের সকল বাড়তি মেদ।

Image credits: Getty
Bangla

মটরশুটি

খেতে পারেন মটর শুটি। ভিটামিন ৯, ভিটামিন এ, ভিটামিন সি আছে মটরশুটিতে। এটি প্রোটিন, ফাইবার সমৃদ্ধ। নিয়ম করে মটরশুটি খেলে মিলবে উপকার।

Image credits: Getty
Bangla

জল

খাবার পর জল পান করবেন না। এই ভুলে অনেকের ওজন বাড়ে। খাবার অন্তত ৩০ মিনিট পর জল খাবেন। সব থেকে ভালো হয় যদি খেতে বসার আগে জল পান করেন। পেট ভর্তি থাকবে, বেশি খাবার খেতে পারবেন না।

Image credits: Getty
Bangla

এক্সারসাইজ

ওজন কমাতে রোজ এক্সারসাইজ করুন, অন্তত ৩০ মিনিট হাঁটুন। সারাদিন যতটা পারবেন সক্রিয় থাকুন। তা না হলে বাড়তি মেদ কমা কঠিন হয়ে দাঁড়াবে।

Image credits: Getty
Bangla

ঘুম

এই সময় পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। অনেকেই মনে করেন বেশি ঘুমালে ওজন বাড়ে। এই ধারণা একেবারে ভুল। তাই রোজ ৭ থেকে ৮ ঘন্টা ঘুমান।রোজ পর্যাপ্ত বিশ্রাম নিন। তবেই কমবে বাড়তি মেদ।

Image credits: Getty
Bangla

জলখাবার

অনেকেই ওজন কমাতে গিয়ে খাবার স্কিপ করে থাকেন। তবে, এতে শরীরে খারাপ প্রভাব পড়ে। সঙ্গে ওজন কমার বদলে বেড়ে যায়। তাই ভুলেও ব্রেকফার্স্ট স্কিপ করবেন না।

Image Credits: Getty