Health

মাছের অর্ধেক ভঙ্গী অর্থাৎ অর্ধমতসেন্দ্রাসন

এই আসন হজমের উন্নতিতে সাহায্য করে এই ভঙ্গি লিভারকে উদ্দীপিত করে

Image credits: Getty

ত্রিভুজের ভঙ্গিতে বসা ত্রিকোণাসন

এই আসন শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য কর এবং লিভারকে প্রসারিত করে ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয়।

Image credits: Getty

পাহাড়ের ভঙ্গিতে করা তদাসন

এই যোগা লিভারের প্রদাহ কমাতে দারুন ভাবে সাহায্য করে ও রক্ত সঞ্চালন উন্নতি করে।

Image credits: Getty

মৃতদেহের ভঙ্গিতে শবাসন

এই আসন লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং সামগ্রিক ভাবে শরীরে শিথিলতা আনতে সাহায্য করে।

Image credits: Getty

বিড়ালের ভঙ্গীতে মার্জারিয়াসন

এই যোগাও হজমের উন্নতি ঘটায় এবং লিভারকে উদ্দীপিত হতে সাহায্য করে।

Image credits: Getty

সামনের দিকে ঝুঁকে বসার ভঙ্গীতে পশ্চিমোত্তনাসন

এই আসন লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এই ভঙ্গিটি লিভারকে প্রসারিত করে

Image credits: Getty

ধনুকের আসনে থাকা ধনুরাসন

এই যোগা হজমের উন্নতি ঘটায় ও লিভারের প্রদাহ কমাতে কার্যকর

Image credits: Getty

কোবরা আসনে ভুজঙ্গাসন

লিভারে জমে থাকা চর্বি দূর করে এই আসন পাশাপাশি লিভারের কার্যক্ষমতা উন্নত করে।

Image credits: Getty

শিশুর বসার ভঙ্গীতে বালাসন

এই আসন বা যোগা পেটের চর্বি কমিয়ে লিভারের চাপ কমাতে সাহায্য করে

Image credits: Getty