Bangla

মাছের অর্ধেক ভঙ্গী অর্থাৎ অর্ধমতসেন্দ্রাসন

এই আসন হজমের উন্নতিতে সাহায্য করে এই ভঙ্গি লিভারকে উদ্দীপিত করে

Bangla

ত্রিভুজের ভঙ্গিতে বসা ত্রিকোণাসন

এই আসন শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য কর এবং লিভারকে প্রসারিত করে ফলে লিভারের কার্যক্ষমতা উন্নত হয়।

Image credits: Getty
Bangla

পাহাড়ের ভঙ্গিতে করা তদাসন

এই যোগা লিভারের প্রদাহ কমাতে দারুন ভাবে সাহায্য করে ও রক্ত সঞ্চালন উন্নতি করে।

Image credits: Getty
Bangla

মৃতদেহের ভঙ্গিতে শবাসন

এই আসন লিভারের স্বাস্থ্য উন্নত করে এবং সামগ্রিক ভাবে শরীরে শিথিলতা আনতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

বিড়ালের ভঙ্গীতে মার্জারিয়াসন

এই যোগাও হজমের উন্নতি ঘটায় এবং লিভারকে উদ্দীপিত হতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

সামনের দিকে ঝুঁকে বসার ভঙ্গীতে পশ্চিমোত্তনাসন

এই আসন লিভারকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এই ভঙ্গিটি লিভারকে প্রসারিত করে

Image credits: Getty
Bangla

ধনুকের আসনে থাকা ধনুরাসন

এই যোগা হজমের উন্নতি ঘটায় ও লিভারের প্রদাহ কমাতে কার্যকর

Image credits: Getty
Bangla

কোবরা আসনে ভুজঙ্গাসন

লিভারে জমে থাকা চর্বি দূর করে এই আসন পাশাপাশি লিভারের কার্যক্ষমতা উন্নত করে।

Image credits: Getty
Bangla

শিশুর বসার ভঙ্গীতে বালাসন

এই আসন বা যোগা পেটের চর্বি কমিয়ে লিভারের চাপ কমাতে সাহায্য করে

Image credits: Getty

সকালে খালি পেটে কাঁচা ৩ টে কারি পাতা মুক্তি দেবে ৫ রোগ থেকে

অ্যাডিনোভাইরাস থেকে বাঁচতে বাচ্চার খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি খাবার

বাড়তি মেদ কমাতে মেনে চলুন এই ১০টি বিশেষ টিপস