Bangla

অক্ষয় তৃতীয়ায় এই ৫টি কাজ ভুলেও করবেন না

অক্ষয় তৃতীয়ায় কিছু কাজ করা উচিত নয়। আমাদের দৈনন্দিন জীববনে এমন কিছু কাজ করে ফেলি যেগুলি বিশেষ দিনে করা একদমই উচিত নয়। 

Bangla

৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়া

এই বছর অক্ষয় তৃতীয়া ৩০ এপ্রিল, বুধবার। এটি বছরে আসা ৪টি অভুজ মুহূর্তের মধ্যে একটি। এই দিন কিছু কাজ ভুলেও করা উচিত নয়। জেনে নিন কোনগুলি সেই কাজ…

Image credits: Freepik
Bangla

রাগ করবেন না

অক্ষয় তৃতীয়ায় কারও উপর রাগ করবেন না। রাগ করলে মানসিক অবস্থা ঠিক থাকে না এবং তামসিক চিন্তাভাবনা মনে আসে। এই বিষয়টিরও বিশেষভাবে খেয়াল রাখুন।

Image credits: whatsapp@Meta AI
Bangla

মাংস-মদ্যপান করবেন না

অক্ষয় তৃতীয়া তারিখে মাংস এবং মদ্যপান করা উচিত নয়। এতে আপনার পুণ্য নষ্ট হতে পারে। এই জিনিসগুলি থেকে দূরে থাকুন।

Image credits: whatsapp@Meta AI
Bangla

ব্রহ্মচর্য পালন করুন

অক্ষয় তৃতীয়ায় স্বামী-স্ত্রীকে সংযমী থাকা উচিত। অর্থাৎ এই দিন ব্রহ্মচর্য পালন করা উচিত। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও ব্রহ্মচারী থাকুন।

Image credits: whatsapp@Meta AI
Bangla

কালো পোশাক পরবেন না

অক্ষয় তৃতীয়া একটি অত্যন্ত শুভ দিন, এই দিন কালো পোশাক ভুলেও পরবেন না। এই রঙ নেতিবাচকতার প্রতীক, তাই এই দিন এই রঙের পোশাক পরা থেকে বিরত থাকুন।

Image credits: Getty
Bangla

কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না

অক্ষয় তৃতীয়ায় যদি কোনও ভিক্ষুক আপনার কাছে খাবার, শস্য ইত্যাদি চাইতে আসে তাহলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার ইচ্ছা অনুযায়ী তাকে কিছু না কিছু অবশ্যই দেওয়া উচিত।

Image credits: whatsapp@Meta AI

Benefits of Rubbing Salt: গায়ে লবন ঘষার শারীরিক উপকারিতা!

বরফ নয়! কিন্তু এই জিনিসটি দিয়ে সরবত তৈরি করে খেলে পাবেন প্রবল শান্তি

মাসিক পিরিয়ড তাড়াতাড়ি হয়ে যায়? এই ঘরোয়া টোটকাগুলো ট্রাই করুন!

খামখেয়ালি আবহাওয়ায় সুস্থ রাখুন বাচ্চাদের, ভুলেও এগুলো খাওয়াবেন না