Bangla

রান্না করার সময় নজর রাখুন

রান্না করার সময় কিছু বিষয় খেয়াল রাখা খুবই জরুরি।

Bangla

ধোবেন না

শস্য ও ডাল রান্নার আগে বেশি ধুতে নেই।

Image credits: Getty
Bangla

রান্না করার সময়

খাবার ধীরে ধীরে রান্না করা ভালো। খাবারের পুষ্টিগুণ ভালোভাবে পাওয়ার জন্য এটি সাহায্য করে।

Image credits: Getty
Bangla

তেল ব্যবহারের সময়

একবার ব্যবহৃত তেল আবার রান্নায় ব্যবহার করবেন না। এছাড়াও নতুন তেলের সঙ্গে মেশাতেও নেই।

Image credits: Getty
Bangla

সবজি

কাটার পর সবজি জলে ভিজিয়ে রাখবেন না। তাতে সবজির পুষ্টিগুণ নষ্ট হয়। স্বাদও চলে যায় 

Image credits: Getty
Bangla

রান্না

রান্না করার সময় অতিরিক্ত জল দেবেন না। রান্নার জন্য প্রয়োজনীয় জলের ব্যবহার করুন।

Image credits: Getty
Bangla

ঢেকে রাখুন

রাঁধা খাবার খোলা রাখা এড়িয়ে চলুন। খাবার সবসময় ঢেকে রাখার চেষ্টা করুন।

Image credits: Getty
Bangla

ফল

ফলের খোসা ছাড়ানোর পর ধোবেন না। খোসা সমেত ফল ধুয়ে নিন। এটি ফলের পুষ্টিগুণ নষ্ট করে না

Image credits: Getty

কোন বয়সে ঠিক কতটা ঘুম প্রয়োজন? দেখুন এক ক্লিকে

এই খুব সাধারণ উপসর্গগুলো হতে পারে উচ্চ কোলেস্টেরলের লক্ষণ! জেনে নিন

Weight Loss Tips: সহজে ওজন কমাতে চান? ডায়েটে রাখুন এই কয়টি খাবার

Weight Loss: স্বাভাবিকভাবে ওজন কমাতে চান? বেছে নিন এই ৭টি সুপারফুড