Health

আশঙ্কার রিপোর্ট

বায়ু দুষণের কারণে কোভিড -১৯ ভ্যাকসিনগুলি পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে পারছে না। তেমনই তথ্য উঠে এসেছে একটি গবেষণা রিপোর্টে।

Image credits: Getty

রিপোর্ট প্রকাশ

এনভায়রনমেন্টাল হেলথ পার্সপেক্টিভস জার্নালে প্রকাশিত হয়েছে রিপোর্টটি। যেখানে বলা হয়েছে ইমিউন সিস্টেমের ওপর বায়ু দুষণের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

Image credits: Getty

গবেষকদের দাবি

গবেষকদের দাবি সূক্ষকণা পদার্থ (PM2.5), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) এবং ব্ল্যাক কার্বনের সংস্পর্শে আগে যারা এসেছিল তাদের সমস্যা হচ্ছে।

Image credits: Getty

অ্যান্টিবডি কম তৈরি হচ্ছে

সংশ্লিষ্টদের ক্ষেত্রে অ্যান্টিবডি প্রতিক্রিয়া প্রায় ১০ শতাংশ হ্রাস পেয়েছে। যা ভ্যাক্সিনের প্রভাব বাড়াতে পারছে না।

Image credits: Getty

সমীক্ষায় করা হয়েছিল

সমীক্ষা করা হয়েছিল ৪০ থেকে ৬৫ বছর বয়সী ৯২৭ জনের ওপর। এরা স্পেনের বাসিন্দা। কোভিড ভ্যাক্সিনের একটি বা দুটি অ্যাস্ট্রোজেনেকা, ফাইজার বা মোডের্নার ডোজ পেয়েছেন।

Image credits: Getty

গবেষকদের দাবি

য়ু দূষণ ফুসফুসের ক্যান্সার, কার্ডিওভাসকুলার এবং শ্বাসযন্ত্রের রোগ এবং ডায়াবেটিস সহ প্রতিকূল স্বাস্থ্য ফলাফলের  যুক্ত হয়েছে:  বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের কোগাভিনাস।

Image credits: Getty

ভারতীয় চিকিৎসকের মত

রিতেশ শাহ বলেছেন, বায়ু দুষণ দীর্ঘস্থায়ী প্রদহ তৈরি করতে পারে। ভ্যাকসিনের কার্যকারিতার ওপর সেটি নেতিবাচক প্রভাবের সঙ্গে যুক্ত।

Image credits: Getty

বায়ু দুষণ অ্যান্টিবডির প্রভাব

তিনি আরও বলেছেন বায়ু দুষণ অ্যান্টিবডির ওপর প্রভাব ফেলতে পারে। যারা দুষণের সংস্পর্ষে ছিল তাদের কোভিড ১৯ ভ্যাক্সিনের অ্যান্টিবডির প্রতিক্রিয়া কম হতে পারে।

Image credits: Getty

সমস্যার সমাধান

বায়ু দুষণের মোকাবিলায় ভ্যাকসিনের ডোজ বাড়ানো হতে পারে । তবে যারা অত্যাধিক দুষণের সংস্পর্শে এসেছে তাদের।

Image credits: Getty

আরও পরীক্ষার প্রয়োজন

বিজ্ঞানীদের দাবি এই বিষয়ে আরও পরীক্ষা আর সমীক্ষার প্রয়োজন রয়েছে। দীর্ঘমেয়াদী বায়ু দুষণের সংস্পর্শে আসা ব্যক্তিদের অনাক্রম্যতা বাড়াতে কী কী প্রয়োজন তাও খতিয়ে দেখা হচ্ছে।

Image credits: Getty