Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: পোশাক

গরম বলে তো থেমে থাকবে না অফিস, স্কুল ,কলেজ। বাইরে সর্বদাই হালকা সুতোর পোশাক পরুন। পারলে সাদা বা হালকা রঙের জামা পরুন। কালো জামা এই গরমে একদমই বাদ দিন

Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: ছাতা বা টুপি

রোদে বার হলে সঙ্গে অবশ্যই রাখুন ছাতা বা টুপি। সঙ্গে অবশ্যই জলের রাখুন। চাইলে নুন চিনি মিশিয়ে নিতে পারেন। গ্লুকোজের জলও রাখতে পারেন সঙ্গে

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: সময়

দুপুরের আগেই বাইরের কাজ সারতে ভাল হয়। চাইলে বিকেলেও করতে পারেন। তবে দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত বাইরে না বার হওয়াই শ্রেয়। ৪টের পরে আবার কাজ করতে পারেন।

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: খাবার

গরমে সহজ পাচ্য খাবার খান, ফার্স্ট ফুড এড়িয়ে চলুন। ফল, ছাতু, সরবর, লস্যি, দই খাবার ওপর জোর দিন। জল যুক্ত খাবার বেশি করে খান, রোজকার পাতে পাতলা ঝোল, ডাল আর অবশ্যই স্যালাড রাখুন।

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: স্নান

দিনে দুই বার নিয়মিত ঠান্ডা জলে স্নান করুন। রাতে শোয়ার আগে স্নান করলে ভাল। দুই বারের বেশি স্নান করলেও কোনও ক্ষতি নেই।

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: সময়

প্রবল এই গরমে বেশি সময় রোদে থাকবেন না। অনেকক্ষণ শারীরিক পরিশ্রম না করাই শ্রেয়। বিশ্রাম নিয়ে কাজ করুন

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: চা-কফি

অনেকক্ষণ শারীরিক পরিশ্রম না করাই শ্রেয়। বিশ্রাম নিয়ে কাজ করুন। অতিরিক্ত চা-কফি খাবেন না। এই সময় মদ্যপান থেকে বিরত থাকুন। চাইলে একগ্লাস ঠান্ডা বিয়ার খেতে পারেন। এর বেশি নয়

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: শারীরিক সমস্যা

রোদে শারীরিক সমস্যা - মাথা ঘোরা বা ঝিমুনি ভাব এলে অবহেলা করবেন না। কোথাও বসে পড়ুন। শরীরের তাপমাত্রা কমানোর জন্য অবশ্যই ঠান্ডা জলে স্নান করুন। চিকিৎসকের পরামর্শ নিন

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: ফল ও সরবত

নিয়মিত ফল, শাক-সজ্বি খান কিন্তু বাইরের কাটা ফল এই সময় একদম খাবেননা। রাস্তার খোলা সরবতও এড়িয়ে চলুন।

Image credits: Getty
Bangla

অস্বস্তিকর গরম মোকাবিলার টিপস: সানস্ক্রিন

প্রবল গরমে বাইরে বার হওয়ার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। বাইরে থেকে ফিরলে অবশ্যই মুখ পরিষ্কার করুন। বাইক ব্যবহার করলে রুমাল বা ভিজে গামছা দিয়ে নাকমুখ জড়িয়ে রাখুন

Image credits: Getty

করোনা-র পর দীর্ঘস্থায়ী কয়েকটি রোগে আক্রান্ত হচ্ছেন যা বাড়াচ্ছে উদ্বেগ

জাঙ্ক ফুড না খেয়েও ক্রমশ ওজন বাড়ছে ? এই চারটি ফল খাওয়া বন্ধ করুন

শসার খোসা কমাবে ওজন-ত্বক হবে চাঁদের মত উজ্জ্বল

কীভাবে চিনবেন হৃদরোগে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো, ভুলেও এড়িয়ে যাবে না