Bangla

এই ওষুধে বড় বিপদ

ঘুমের ওষুধ থেকে সাবধান, একটু সুখনিদ্রা ডেকে আনতে পারে বড় বিপদ।

Bangla

ঘুম

ঘুম নিয়ে অনেকেরই সমস্যা রয়েছে। ঘুম ঠিকঠাক হয় না। তাই ঘুমের ওষুধের ওপর নির্ভর করতে হয়।

Image credits: social media
Bangla

অতিরিক্ত ঘুমের ট্যাবলেট নয়

অতিরিক্ত ঘুমের ওষুধ না খাওয়াই শ্রেয়। এতে বাড়তে পারে একাধিক সমস্যা।

Image credits: social media
Bangla

ঘুমের ওষুধে দুর্বল স্মৃতি

মার্কিন গবেষণা রিপোর্ট অনুযায়ী ঘুমের ওষুধ বেশি খেলে কমতে পারে স্মৃতি। দুর্বল হয়ে যেতে পারে স্মৃতিশক্তি।

Image credits: Freepik
Bangla

মৃত্যু বাড়ে

মার্কিন গবেষণা রিপোর্ট অনুযায়ী ঘুমের ওষুধের কারণে সেদেশে বছরে তিন থেকে ৫ লক্ষ মানুষের মৃত্যু হয়।

Image credits: Freepik
Bangla

১৩২ বার ঘুমের ওষুধে বিপদ

মার্কিন গবেষক ড্যানিয়েন ক্রিপাকের মতে বছরে ১৩২ বার বা তার বেশি ঘুমের ওষুধ শরীরের জন্য ক্ষতিকর।

Image credits: Getty
Bangla

ঘুমের ওষুধে সমস্যা

এগুলির মধ্যে রয়েছে, উচ্চ রক্তচাপ, মাথার যন্ত্রণা, স্নায়ুঘঠিত বিভিন্ন সমস্যা, হৃদরোগের মতো একাধিক জটিল সমস্যা।

Image credits: Getty
Bangla

গর্ভবতী মহিলার বিপদ

ক্রিপকে জানান, গর্ভবতী মহিলারা যদি অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ খান, সে ক্ষেত্রে মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে গর্ভস্থ ভ্রুণ। যার প্রভাবে জন্মাতে পারে বিকলাঙ্গ শিশুও।

Image credits: Getty
Bangla

রক্তের সমস্যা

ঘুমের ওষুধ রক্তের লোহিত বা শ্বেত কণিকার কার্যকারিতাও কমিয়ে দেয়।

Image credits: Getty

কমলার জুস কাছে ঘেঁষতে দেয় না এই ৫টি কঠিন রোগ, জেনে নিন

২১ দিনে কমবে ৭ কেজি ওজন! রোগা হতে মেনে চলুন সহজ এই ডায়েট

ওজন কমাতে ভীষণ উপকারী কাঁচালঙ্কা? জেনে নিন

স্বাস্থ্যের প্রচন্ড ক্ষতি করতে পারে দুধ! এই ভুলগুলো করছেন না তো?