Bangla

সারাদিন বসে কাজ? পুজোর আগে মাত্র ৭ দিনের ডায়েট প্ল্যান দেখাবে ম্যাজিক

Bangla

ওজন কমানোর প্ল্যান

ডেস্ক জব করে ওজন কমানোর প্ল্যান করছেন তাহলে অবশ্যাই জেনে নিন এই ৭ দিনের ডায়েট প্ল্যান।

Image credits: Pinterest
Bangla

প্রথমে কতটা ওজন কমাবেন সেটা সেট করুন সেই অনুসারে ডায়েট প্ল্যান করুন

Image credits: Pinterest
Bangla

বাইরের খাবারকে না বলুন

শাক-সবজি, ফ্যাট ফ্রি প্রোটিন এবং শষ্য দানা অবশ্যই ডায়েটে রাখুন এবং বাইরের খাবারকে না বলুন

Image credits: Pinterest
Bangla

ব্রেকফাস্টে হাই প্রোটিন

জলখাবার বিশেষ করে ব্রেকফাস্টে হাই প্রোটিন বেছে নিন, তাতে ড্রাই ফ্রুটস অবশ্যই রাখুন

Image credits: Getty
Bangla

কাজের ফাঁকে ফাঁকে জল পান

ডেস্কে একটি ২ লিটারের জলের বোতল রাখুন কাজের ফাঁকে ফাঁকে সেটা পুরোটা শেষ করুন।

Image credits: Getty
Bangla

ধীরে ধীরে চিবিয়ে খান

খাবার ধীরে ধীরে চিবিয়ে খান এবং ঘন্টায় একবার কাঁজের ফাঁকে উঠে একটু নড়াচড়া করে নিন

Image credits: Getty
Bangla

কাজের মধ্যে ২-৩ মিনিট মত হেঁটে নিন

রক্ত সঞ্চালন পুরো শরীরে সঠিক ভাবে প্রসারিত করতে অফিসের মধ্যেই কাজের মধ্যে ২-৩ মিনিট মত হেঁটে নিন।

Image credits: Getty
Bangla

গ্রিলড চিকেনের সঙ্গে প্রচুর সবজি

লাঞ্চে শাক-সবজি, ফ্যাট ফ্রি প্রোটিন খান বা গ্রিলড চিকেনের সঙ্গে প্রচুর সবজি খান বা শস্যের স্যুপ খান

Image credits: Getty
Bangla

পর্যান্ত পরিমানে ঘুমের প্রয়োজন

স্ট্রেস লেভেল বা মানসিক চাপ কমাতে মেডিটেশন সেই সঙ্গে পর্যান্ত পরিমানে ঘুমের প্রয়োজন।

Image credits: Getty
Bangla

হালকা এক্সসারসাইজ

ছুটির দিনে হালকা এক্সসারসাইজ বা সাইকেলিং করুন, সাঁতার কাটুনষ শুয়ে বসে ছুটির দিন কাটাবেন না।

Image credits: Getty

কতটা ক্ষতিকারক হতে পারে লেবুর জল জানেন? এই রোগীদের একদমই খাওয়া উচিত নয়

খাঁটি নাকি ভেজাল মধু খাচ্ছেন? বাড়িতেই যাচাই করে নিন মধুর শুদ্ধতা

ভুল সময়ে জলপান করলে হতে পারে মৃত্যু! জেনে নিন কী করবেন

Saggy Breasts: স্তনের আকার অতিরিক্ত বড়? সঠিক আকৃতি দিন এই উপায়ে