Health

বিটের রস অবশ্যই স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী

উচ্চ রক্তচাপ থেকে রোগ প্রতিরোধী ক্ষমতা হ্রাস— সব সমস্যা নিবারণে বিটের রস এক অব্যর্থ দাওয়াই।

Image credits: Our own

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে

এমনকি, বলিরেখা কমাতেও সাহায্য করে বিটের রস। চুলের স্বাস্থ্যও ভালো রাখে এই সবজি।

Image credits: Our own

১) অল্প বয়সেই অনেকে ত্বকে বার্ধক্যের ছাপের সমস্যায় ভোগেন।

ধুলোময়লা, দূষণ, জাঙ্ক ফুড খাওয়া, জল কম খাওয়ার মতো বিভিন্ন কারণে ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে। এই সমস্যা দূর করতে বিটের রস ব্যবহার করতে পারেন।

Image credits: Our own

ত্বকের পরিচর্যায় বিটের রস

সারা মুখে বিটের রস লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে মুখ আলতো চাপ দিয়ে ঘষে ভালো করে ধুয়ে নিন।

Image credits: Our own

২) বিটের বিভিন্ন অ্যান্টিসেপটিক গুন থাকে।

এই গুনগুলির কারণে মুখে ব্রণ হওয়ার সমস্যাও কমে যায়। 

Image credits: Our own

ত্বকের দাগছোপ হালকা করতে সাহায্য করে বিটের রস।

মুখে অতিরিক্ত দাগ থাকার সমস্যা থাকলে এই রস নিয়মিত মাখা শুরু করুন। অল্প দিনেই পাবেন দারুণ উপকার। 

Image credits: Our own

৩) চোখের নীচে ডার্ক সার্কেল তৈরি হলে, সেই দাগ দূর করতেও কাজে লাগে বিট

এতে রয়েছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন চোখের নীচের কালচে দাগছোপ দূর করতে সহায়তা করে।

Image credits: Our own

৪) প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবেও বিটের রসের জুড়ি মেলা ভার।

ত্বকের আর্দ্র ভাব ধরে রাখতেও দারুণ কার্যকর এটি। ত্বকে ব্যবহার করা ছাড়া, বিটের রস খেলেও কিন্তু উপকার পাবেন। শরীরে জলের ঘাটতি পূরণ করে এই পানীয়।

Image credits: Our own

৫) ত্বকে জেল্লা আনতে তো বটেই, চুল ভাল রাখতেও কাজে আসে এই পানীয়।

এক দিন অন্তর বিটের রস মাথার ত্বকে লাগালে চুল ঝরার সমস্যা কমতে পারে। 

Image credits: Our own

চুলে নিয়মিত বিটের রস লাগালে জেল্লা আসবে সহজে

Image credits: Our own