Bangla

মোবাইল ফোনে আসক্তি এখন এক চেনাপরিচিত রোগ

আট থেকে আশি, সমস্ত বয়সের মানুষদের মধ্যেই দৈনন্দিন অভ্যাসের মধ্যে ঢুকে গেছে মোবাইল ফোন ঘাঁটার অভ্যাস। 

Bangla

'জার্নাল অফ স্লিপ রিসার্চ' রিপোর্টে বলা হয়েছে,

মোবাইল ফোনে আসক্তি তৈরি হয়ে যাওয়ার থেকেও আরও ভয়ঙ্কর ব্যাপার হল, ঘুমনোর আগে মোবাইল ফোন ঘাঁটার অভ্যাস। 

Image credits: Our own
Bangla

ঘুমনোর আগে মোবাইল ফোন ঘাঁটলে বেড়ে যেতে পারে ওজন

কারণ, ঘুমের অভাবের প্রভাব পড়তে পারে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার নিয়মের ওপর। 

Image credits: freepik
Bangla

ঘুম কম হলে বাড়তে পারে হৃদ্‌রোগের ঝুঁকি

ঘুমনোর আগে মোবাইল ঘাঁটলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের আশঙ্কা। ঘুম কম হলে রক্তচাপ বেড়ে যায়, সেখান থেকেই হয় সর্বনাশের সূত্রপাত। 

Image credits: freepik
Bangla

অকারণ মোবাইল ঘাঁটার অভ্যাস খারাপ করে দেয় মানসিক স্বাস্থ্য

ঘুমের আগে মোবাইল ঘাঁটলে তা মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করে।

Image credits: freepik
Bangla

শরীরে ঘুমের ঘাটতি ঘটলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়

ঘুমের ওপর খারাপ প্রভাব ঘটলে শরীর বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেলে। 

Image credits: freepik
Bangla

দিনের পর দিন ঘুম কম হতে থাকলে

শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধতে থাকে। 

Image credits: freepik
Bangla

ঘুমনোর আগে মোবাইল ফোন ঘাঁটলে

একদিকে পাশ ফিরে শুয়ে হাত বেঁকে থাকার প্রবণতা বেড়ে যায়। এর ফলে, ঘাড়ে ব্যথা সহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। 

Image credits: Our own
Bangla

মোবাইল ফোন কাছে রেখে ঘুমলে

তা আমাদের স্নায়ুকে উত্তেজিত রাখে। অবচেতনে আমরা কোনও ফোন বা মেসেজের জন্য অপেক্ষা করে থাকি, যা আমাদের বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে দেয় না।

Image credits: Our own
Bangla

অন্ধকারে দীর্ঘক্ষণ ফোন ব্যবহার করলে

 চোখ জ্বালা করে, চোখের সংক্রমণ সহ, বেশিক্ষণ আলো সহ্য করতে না পারার ক্ষমতাও হারিয়ে যেতে পারে। 

Image credits: Our own

Weight loss tips: পুজোর মরশুমে মিষ্টি খেয়ে ওজন বাড়লে রইল ৬টি পানীয়

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দুধে মেশান এই ৩ উপাদান

Yawning: হাই তোলা কি ছোঁয়াচে রোগ? গবেষণায় দেখা গেছে অবাক করা তথ্য

শীতকালে গুড়ের লোভ সামলাচ্ছেন? গুড়ই দিতে পারে দ্বিগুণ লাভ