আমরা শসা খোসা ছাড়িয়ে ফেলি। আমরা অনেকেই জানি না যে এতেও প্রচুর পুষ্টি রয়েছে। জানুন খোসা সমেত শসা খেলে কী কী উপকার পাওয়া যায়
Health Apr 05 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
বৃদ্ধি পাবে দৃষ্টিশক্তি
যাদের দৃষ্টিশক্তি কম বা দেখার সমস্যা রয়েছে তাদের নিয়মিত খোসা সহ শসা খাওয়া উচিত। অন্ধত্বের মতো রোগও প্রতিরোধ করে। ফলে চোখের সমস্যার জন্য অবশ্যই খোসা সমেত শসা খাওয়া উচিত
Image credits: Getty
Bangla
ত্বক উজ্জ্বল হবে
শসার খোসা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়, শসার খোসা ফেলে না দিয়ে তা মুখে লাগিয়ে নিন। ত্বকে মিলবে উজ্জ্বলতা
Image credits: Getty
Bangla
ওজন কমাতে শসার খোসা উপকারী
ওজন কমানোর ক্ষেত্রে খোসা সহ শসা খাওয়া খুব কার্যকরী কারণ এটি খুব কম ক্যালোরির খাবার, বিপাক বৃদ্ধি করে, ওজন কমানোর জন্য প্রয়োজনীয়
Image credits: Getty
Bangla
হার্টের জন্য ভালো
খোসা সমেত শসাতে থাকে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়, সেই সঙ্গে রক্তনালীকে সুস্থ রাখে
Image credits: Getty
Bangla
হার্টের জন্য ভালো
খোসার সাথে শসা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
Image credits: Getty
Bangla
শসার উপকারীতা
গ্রীষ্মে প্রতিদিন পাতে থাকুক কয়েক টুকরো শসা! মিলবে অনেক উপকার