এখন প্রায়ই খবরে প্রকাশ পাচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হচ্ছে মানুষ, সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে অধিকাংশ সময় মানুষ বুঝতেই পারছেন না কখন নিঃশব্দে হৃদরোগ আক্রমণ শানাচ্ছে
Health Apr 04 2023
Author: Web Desk - ANB Image Credits:Getty
Bangla
কিছু লক্ষণ দেখে বোঝা যায়
হৃদরোগ আক্রমণ করার আগে কিছু লক্ষণ দেখায়, আর এই লক্ষণকেই চিনে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা
Image credits: Getty
Bangla
সারাক্ষণ ক্লান্তি- ভালো লক্ষণ নয়
হৃদরোগের ক্ষেত্রে ক্লান্তি একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। সারাক্ষণ ক্লান্ত থাকছেন এটা হৃদযন্ত্রের সমস্যাপ ইঙ্গিত হতে পারে। বারাবারি হলে বিশেষজ্ঞ-র পরামর্শ নিন
Image credits: Getty
Bangla
সারা শরীরে ব্যথা হৃদরোগের লক্ষণ হতে পারে
শরীরের যে কোনও স্থানে ক্রমাগত ব্যথা হচ্ছে হৃদরোগের লক্ষণ হতে পারে
Image credits: Getty
Bangla
চোখে ধোঁয়াশা, শরীর অবসন্ন- অবজ্ঞা করবেন না
এই ধরনের লক্ষণ যদি লাগাতার বাড়তে থাকে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন
Image credits: Getty
Bangla
মাথা ধরে থাকা এবং নাক বন্ধ থাকাও একটা লক্ষণ
ঘন ঘন মাথার যন্ত্রণা, নাক বন্ধ হওয়ার দশা, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অনেকটা নউশিয়ার মতো। তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। হৃদরোগের আগে এমন লক্ষণও কিন্তু দেখা যায়
Image credits: Getty
Bangla
ক্রমাগত ঘামছেন কি- ডাক্তার দেখান
ক্রমাগত শরীর জুড়ে ঘাম হচ্ছে। মুখে অস্বাভাবিক ঘাম দেখা দিচ্ছে। এটাও অনেকসময় হৃদরোগের লক্ষণ