Bangla

বয়স বাড়ার সাথে সাথে আর্থারাইটিস বা বাত একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়।

দেহের সব হাড়ের সংযোগস্থলে অসহ্য যন্ত্রণার সঙ্গে ফুলে ওঠা ও জড়তার মতো সমস্যাও শুরু হয়ে এবং ক্রমাগত তা বাড়তে থাকে।

Bangla

তবে, শুধুমাত্র যে বয়স বাড়লেই এই সমস্যা হবে তা নয়,

অনেক মানুষের ক্ষেত্রে অল্প বয়সেও এই সমস্যা দেখা দিতে পারে। কিছু কিছু খাবার বাতের ব্যথার উপশম হিসেবে কার্যকরী হতে পারে। কয়েকটি খাবার বাতের ব্যথার সমস্যা বাড়িয়েও দিতে পারে।

Image credits: Our own
Bangla

আদা-রসুন:

আদা ও রসুনে প্রদাহনাশক গুণ রয়েছে। ফলে আদা ও রসুন নিয়মিত খেলে কমতে পারে বাতের ব্যথা।

Image credits: Our own
Bangla

আখরোট:

আখরোট ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এই ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড আর্থারাইটিসের ব্যথা নিয়ন্ত্রণে সহায়তা করে।

Image credits: Our own
Bangla

ব্রকোলি:

ব্রকোলিও প্রদাহনাশক গুণে সমৃদ্ধ। ব্রকোলিতে সালফোরাফেনের মতো একাধিক প্রদাহনাশক উপাদান রয়েছে, যা বাতের ব্যথা কমাতে সাহায্য করতে পারে।

Image credits: Our own
Bangla

পালং শাক:

পালং শাকে প্রচুর পরিমাণ অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে। বিশেষত কেম্পফেরল নামক অ্যান্টি-অক্সিড্যান্টটি বাতের ব্যথা কমাতে খুবই উপযোগী।

Image credits: Our own
Bangla

সামুদ্রিক মাছ:

স্যামন, ম্যাকেরেল ও সারডিনের মতো মাছ বাতের ব্যথায় বেশ উপকারী। এই ধরনের মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড থাকে।

Image credits: Our own
Bangla

সামুদ্রিক মাছ:

এই মাছগুলিতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি-ও থাকে। এটি অস্থি সন্ধির স্বাস্থ্যরক্ষায় সহায়তা করে।

Image credits: Our own
Bangla

অতিরিক্ত চিনি খাওয়া বাতের ব্যথা বৃদ্ধি করতে পারে।

বিশেষ করে ক্যান্ডি, ঠান্ডা পানীয় কিংবা আইসস্ক্রিমে যে অতিরিক্ত মিষ্টি থাকে তা বাতের সমস্যা বৃদ্ধি করতে পারে।

Image credits: Our own
Bangla

প্রক্রিয়াজাত মাংস ও রেড মিট প্রদাহ বৃদ্ধি করতে পারে।

ফলে বাড়তে পারে বাতের ব্যথা। এই ধরনের মাংসে ইন্টারলিউকিন, সি-রিয়্যাক্টিভ প্রোটিন ও হোমোসিস্টেইনের মতো উপাদান থাকে, যা প্রদাহ বৃদ্ধি করতে পারে।

Image credits: Our own
Bangla

গ্লুটেন সমৃদ্ধ খাবার বাড়িয়ে দিতে পারে বাতের সমস্যা।

গম, বার্লি রাইয়ের মতো দানা শস্যতে থাকে গ্লুটেন নামক এক বিশেষ প্রোটিন। এই প্রোটিনটি বাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

Image credits: Our own
Bangla

অতিরিক্ত মদ্যপান বাতের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

অ্যালকোহল অস্টিওআর্থারইটিসের ঝুঁকিও বাড়িয়ে দেয়। বাতের সমস্যা থাকলে এড়িয়ে চলতে হবে অতিরিক্ত নুনও। অতিরিক্ত সোডিয়াম বাড়িয়ে দিতে পারে বাতের ব্যথা।

Image credits: Our own

ঠাণ্ডা লেগে নাক বন্ধ? চটজলদি আরাম দেবে এই ৫টি টোটকা

এই ৫টি জিনিস ফুসফুসের ময়লা দূর করবে, কখনও হবে না শ্বাসকষ্টজনিত রোগ

এই কয়েকটা নিময় মানলেই চর্বি গলবে মাখনের মতো

রোজকার কোন কোন বদভ্যাসের কারণে বাড়ছে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা?