Health

প্রত্যেকদিনের কাজের চাপ থেকে শারীরিক অস্বস্তি,

যেকোনও কারণেই চেপে বসতে পারে অনিদ্রা। দীর্ঘ দিন ধরে এই সমস্যা চলতে থাকলে বিজ্ঞানের ভাষায় তা হয়ে যায় ‘ইনসমনিয়া’। 

Image credits: Our own

ইনসমনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা যেমন তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারেন না,

তেমনই এক বার ঘুম ভেঙে গেলে ফের ঘুমাতে মারাত্মক অসুবিধা বোধ করেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কতগুলি উপায় অবলম্বন করে ঘুমনোর চেষ্টা করে দেখতে পারেন।  

Image credits: Our own

সঠিক ভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যায়াম ঘুমে খুবই সহায়তা করতে পারে

প্রতিদিন নিয়ম করে মনঃসংযোগের অভ্যেস এবং নিঃশ্বাসের ব্যায়াম করলে মানসিক চাপ ও অনিদ্রা, দুই সমস্যা থেকেই মুক্তি পেতে পারেন। 

Image credits: Our own

পুষ্টিবিদের পরামর্শ মেনে খাবারের অভ্যেসে বদল আনুন।

রাত্রে খাবার খাওয়ার পর এক ঘণ্টা হালকা পায়চারি করুন, ভরপেট খাবার খেয়েই ঘুমোতে যাবেন না। রোজকার খাবারে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারের পরিমাণ বৃদ্ধি করতে হবে।

Image credits: Our own

ঘুমোতে যাওয়ার সময় যেন আশপাশের পরিবেশ শান্ত থাকে।

উজ্জ্বল আলোর বদলে মৃদু নীল রঙের আলো থাকলে ঘুমোতে সুবিধা হতে পারে। আপনাকে রাতে কাজ করতে হলে যদি দিনের বেলা ঘুমোতে হয়, তাহলে জানলায় মোটা পর্দা লাগিয়ে ঘর যতটা সম্ভব অন্ধকার করে ঘুমোন।

Image credits: Our own

সারাদিনে চা-কফি খাওয়া কমিয়ে দিন

বিশেষ করে সন্ধ্যার পরে একেবারেই চা-কফি খাবেন না। শরীরে ক্যাফিনের আধিক্য ঘুমের পরিমাণ কমিয়ে দিতে থাকে। ঘুম কম হলে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়বে। 

Image credits: Our own

বই পড়তে হলে আমাদের মস্তিষ্ক অধিকাংশ সময়েই খুব ক্লান্ত হয়ে আসে।

প্রত্যেকদিন ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি বই পড়েন, অথবা শান্ত সুর শোনেন, তাহলে এই অভ্যেসগুলো আপনার ঘুমে সহায়তা করতে পারে। 

Image credits: Our own

ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ঘাঁটবেন না।

মোবাইল, ল্যাপটপ, এগুলির আলো মস্তিষ্ককে জেগে থাকার সিগনাল পাঠায়। বৈদ্যুতিন আলো নিভিয়ে চোখ বন্ধ করে রাখুন। ধৈর্য্য ধরুন। ঘুম না এলেও উঠে গিয়ে ঘরের আলো জ্বালাবেন না।

Image credits: Our own

হরমোনের সমস্যা বা মস্তিষ্কের জটিলতা থেকেও অনিদ্রা আসতে পারে।

অনিদ্রার কারণ হতে পারে হরমোনের সমস্যা বা মস্তিষ্কের টিউমার। আচমকা যদি আপনার খুব বেশি পরিমাণে অনিদ্রার সমস্যা দেখা দেয়, তাহলে যেকোনও বড়সড় বিপদ এড়াতে চিকিৎসকের পরামর্শ নিন। 

Image credits: Our own

মানসিক স্বাস্থ্যের কারণেও অনিদ্রা আসতে পারে

মনের চাপ কমানোর জন্য যেকোনও কাছের বন্ধুর সঙ্গে কথা বলুন। তারপরেও সমস্যা না মিটলে মনোবিদের সহায়তা নিন। প্রয়োজন হলে, ডাক্তারের পরামর্শ মেনে নিয়মমতো ওষুধ খান। 

Image credits: Our own